রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Puja Banerjee: বিকিনি পরে এমন রিল বানালেন পূজা, ভিডিও দেখে ঘায়েল ভক্তরা

বিনোদন জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র পূজা ব্যানার্জি (Puja Banerjee)। হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রি হোক বা বাংলা চলচ্চিত্র জগৎ সর্বত্রই তাঁকে জনপ্রিয়তা অর্জন করতে দেখা গিয়েছে। দুই ভিন্ন ভাষার বিনোদন জগতের অংশ…

Advertisements

বিনোদন জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র পূজা ব্যানার্জি (Puja Banerjee)। হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রি হোক বা বাংলা চলচ্চিত্র জগৎ সর্বত্রই তাঁকে জনপ্রিয়তা অর্জন করতে দেখা গিয়েছে। দুই ভিন্ন ভাষার বিনোদন জগতের অংশ হওয়ায় তাঁর ভক্তের সংখ্যাও প্রচুর। অগণিত মানুষ তাঁকে তাঁর ইনস্টাগ্রাম আইডিতে (Puja Banerjee Instagram Id) ফলো করেন। প্রায় ২.৪ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে তাঁর।

Puja Banerjee

Advertisements

সম্প্রতি অভিনেত্রী পূজার একটি ভিডিও ভাইরাল (Puja Banerjee Viral Video) হয়েছে। ভিডিওটি পোস্ট হওয়ার পরে ২৪ ঘন্টাও পেরোয়নি, তাঁর ভিডিওর লাইকের সংখ্যা ১ লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে। ভিডিওতে রুমের জানালার পর্দা সরিয়ে নানান দৃশ্য দেখান তিনি। পূজার রূপে মুগ্ধ হয়ে এক মুহূর্তের জন্যেও ভক্তরা এই ভিডিও থেকে নজর সরাতে পারেননি। আপনি এই ভিডিও দেখেছেন নাকি?

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

ভিডিওটির শুরুতে পূজাকে সাদা রঙের একটি বড়ো হলঘরের মধ্যে দেখা যায়। প্রথমে পূজাকে একটি গোলাপি রঙের ব্রালেট ও প্যান্ট পরে থাকতে দেখা যায়। তারপরে ভিডিও এগোলে মাঝে মধ্যেই তাঁকে সাদা-কালো রঙের থাই স্লিট গাউন পরে নানান কার্যকলাপে যুক্ত থাকতে দেখা যায়। কখনও তিনি পর্দা সরিয়ে ব্যালকনিতে গিয়ে বৃষ্টির ফোঁটা স্পর্শ করেন, আবার কখনও সোফায় বসে পোজ দেন। মাঝে কখনও তাঁকে স্বামী কুণাল বর্মার (Kunal Verma) কাছ থেকে ব্রেড খেতে দেখা যায়, আবার কখনও মাথায় টিমটিম আলোযুক্ত গোলাপি রঙের পালক বিশিষ্ট টিয়ারা পরে বাথরুমের মধ্যে দাঁড়িয়ে আয়নার সামনে ফোন ধরে পোজ দিতে দেখা যায়। এইসবের মাঝে নীলাভ রং বিশিষ্ট সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে পূজা কয়েকবার ব্যালকনির স্তম্ভ ধরে বৃষ্টির মজাও নেন। একবার তাঁকে বৃষ্টি ফোঁটা স্পর্শ করে চোখ বন্ধ করে মুখে মেখে নিতেও দেখা যায়। মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে ভিলায় কাটানো মুহূর্তগুলো অভিনেত্রীকে বেশ উপভোগ করতে দেখা যায়।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

এই ভিডিও দেখে পূজার পুরুষ ভক্তরা তাঁর সৌন্দর্য্য থেকে একবারের জন্যেও হয়তো নজর ফেরাতে পারেননি। পূজার রুমের বাইরে থাকা মনোরম পরিবেশের দৃশ্য এই ভিডিওকে যেন আরও পূর্ণতা দিয়ে দেয়। ৯৮ হাজারেরও অধিক লাইক পেয়ে পূজার এই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে দেখা গেছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements