Puja Banerjee: ভাইরাল হল অভিনেত্রী পূজা ব্যানার্জির ফটো। পূজার ফটো শ্যুটের এক ঝলক চর্চার বিষয়ে পরিণত হল সোশ্যাল মিডিয়ায়। ফটোগতে পূজাকে দেখা গেল ‘বাথটাব’ অবতারে। তাঁকে এই অবতারে দেখে লাল লাভ ইমোজি থেকে শুরু করে আগুন ইমোজির বন্যা বয়ে যেতে দেখা গেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কিছু নেটিজেন আবার তাঁর এই ফটোশ্যুটকে ঘিরে কটাক্ষপূর্ণ মন্তব্যও করলেন।
View this post on Instagram
বাংলা সিনেমা নিয়মিত দেখেন কিন্তু অভিনেত্রী পূজা ব্যানার্জির (Puja Banerjee) নাম শোনেননি, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বাংলা ও হিন্দি দুই বিনোদন জগতেই অভিনয় প্রদর্শন করার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বর্তমানে তাঁর অনুরাগীরা সংখ্যা প্রচুর। পূজার ইনস্টাগ্রাম আইডিতে লক্ষ লক্ষ মানুষ তাঁকে ফলো করে। প্রায় ২.৪ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে তাঁর। এই আইডিতে বরাবরই সক্রিয় তিনি। মাঝে মধ্যে নানা রকমের ফটো ও ভিডিও আপলোড করে থাকেন তিনি। সম্প্রতি তাঁর আইডি থেকে আপলোড হওয়া এমনই এক ফটো সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিল।
View this post on Instagram
ভাইরাল ফটোতে পূজাকে বাথটাবে শুয়ে থাকতে দেখা যায়। গোলাপি পোশাকে বাথটাবে নিজেকে ক্যামেরাবন্দি করেন তিনি। পূজার পরণে দেখা যায় অফ শোল্ডার স্বল্প দৈর্ঘ্যের হালকা গোলাপি রঙের পোশাক। পায়ে দেখা যায় সাদা রঙের স্নিকার। জুতো পরিহিত অবস্থাতেই বাথটাবে শুয়ে পড়েন পূজা। ওয়েভি হেয়ার পরিপাটি করে বাঁধা থাকে, এক হাত হাঁটুর উপরে দিয়ে, আরেক হাত বাথটাবে রেখে পোজ দেন তিনি। গোলাপি আভায় তাঁর ত্বকের উজ্জ্বলতা ছিল দৃষ্টি আকর্ষণ করার মতো। নেটিজেনদের একাংশ এই ফটোর প্রশংসা করলেও, বাকিদের কাছে ট্রোলের শিকার হলেন তিনি।
View this post on Instagram
এক নেটিজেন লিখলেন, “আরে! জুতো পরে বাথটাবে? নোংরা হয়ে যাবে তো!” এই দেখাদেখি আরেক নেটিজেনের মন্তব্য, “আপনার স্নান হয়ে গেছে, আপনি মন হয় ভুলেই গেছেন!” সবমিলিয়ে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া জেরে ভাইরাল অভিনেত্রীর ফটো।