রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Puja Fashion 2023: ১০০ টাকায় কুর্তা, ২০০ টাকায় নতুন ডিজাইনের পুজোর শাড়ি! কলকাতার এই মার্কেটে ভিড় জমেছে

Puja Fashion 2023: মা আসছেন! পুজোর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কোথাও প্যান্ডেল তৈরির কাজ চলছে, তো কোথাও চলছে কাপড় কেনাকাটার কাজ। পুজোয় প্রায় সবাই লেটেস্ট ফ্যাশনের কুর্তি-শাড়ি পরতে চান।…

Advertisements

Puja Fashion 2023: মা আসছেন! পুজোর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কোথাও প্যান্ডেল তৈরির কাজ চলছে, তো কোথাও চলছে কাপড় কেনাকাটার কাজ। পুজোয় প্রায় সবাই লেটেস্ট ফ্যাশনের কুর্তি-শাড়ি পরতে চান। কিন্তু স্টাইলিশ ও ট্রেন্ডিং দামী জিনিস কেনার আর্থিক সামর্থ্য সবার থাকে না। তাই বলে কি স্টাইলিশ শাড়ি-জামা পরবেন না? নিশ্চয়ই পরবেন! নিম্নে লেটেস্ট জামাকাপড় ও শাড়ির এমনই কিছু ঠিকানা দেওয়া হল, যেখানে ডিজাইন দেখে চোখ ধাঁধিয়ে যাবে এবং দাম দেখে মন খুশি হয়ে যাবে।

Puja Fashion 2023

পুজোয় ট্রেন্ডে থাকা কুর্তির নাম ২০২৩ (List of Trending Kurti Design name 2023)

১. চিকনকারি কুর্তি
২. থ্রি পিস মনোক্রম্যাটিক কুর্তি সেট।
৩. ইন্ডিগো কুর্তি সেট।
৪. আজরক সুতির কুর্তি।
৫. আলিয়া কাট কুর্তি সেট।
৬. চিকনকারি কুর্তি।

Advertisements

পুজোয় ট্রেন্ডে থাকা শাড়ির নাম ২০২৩ (List of Trending Sharee Name 2023)

১. জামদানি শাড়ি।
২. ব্লকপ্রিন্ট সিল্ক তথা সুতির শাড়ি।
৩. সিল্কের শাড়ি।
৪. ইন্ডিগো শাড়ি।
৫. ফ্যান্সি হ্যান্ডলুম শাড়ি।
৬. ফ্লোরাল অর্গ্যাঞ্জা শাড়ি।
৭. লখনৌ চিকনের কাজ করা জর্জেটের শাড়ি।
৮. সুতির সাধারণ শাড়ি।
৯. সাদা-লাল পাড় শাড়ি।

Puja Fashion 2023

কলকাতায় কোথায় সস্তায় কুর্তি পাওয়া যাবে ২০২৩? (where we can buy kurti at cheap price 2023?)

পুজোর আগে সবাই লেটেস্ট ডিজাইনের কুর্তি পরতে চায়। কিন্তু সর্বত্রই ট্রেন্ডিং ডিজাইনের কুর্তি সস্তায় পাওয়া যায় না। বহু জায়গায়তেই ওই কুর্তিগুলোর আকাশছোঁয়া দাম দেখা যায়। আপনি যদি সস্তায় লেটেস্ট ডিজাইনের কুর্তি কিনতে চাইছেন, উঁকি মারতে পারেন নিচের তালিকায়। কারণ এখানে দুটো মার্কেটের নাম তুলে ধরা হল। যেখানে চোখ ধাঁধানো ডিজাইনের কুর্তি ও শাড়ি একদম জলের দরে পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রেখে বাজারে প্রবেশ করতে হবে। ঠগতে না চাইলে আগে থেকে পোশাকের ম্যাটেরিয়ালের বিষয়ে জ্ঞান রাখতে হবে, লেটেস্ট স্টাইল খুঁজতে গেলে গুণমানে একটু সমঝোতা করতে হতে পারে, দরদাম করতে ভুললে চলবে না।
যে দুই পাইকারি বাজারে গেলে আপনি সস্তায় ট্রেডিং ডিজাইনের কুর্তি পাবেন, সেগুলো হল- বড়োবাজার ও মেটিয়াবুরুজ।

১. মেটিয়াবুরুজ- শুধুমাত্র পোশাক কিনতে চাইলে মেটিয়াবুরুজই যথেষ্ট। খুবই সস্তায় চোখ ধাঁধানো পোশাক পাওয়া যায়। স্থানীয় এক ব্যবসায়ীর কথায়, এই বাজারে অন্যান্য রাজ্যের ব্যবসায়ীরাও এসে থাকেন। ১০০ টাকায় কুর্তি, ২০০ টাকায় শাড়ি মেলে এই বাজারে। না গেলে হয়তো বিশ্বাস হবে না!

২. বড়োবাজার- এখানের বাজার শুধুমাত্র কাপড়েই সীমাবদ্ধ নয়। জুতো, গলার হার, কানের দুল, ব্রেসলেট, বালা, আংটি, মেকআপের জিনিস, ব্যাগ সহ নানান রকমের জিনিস পাওয়া যায় বড়োবাজারে। এই বাজারের যমুনালালও বাজাজ স্ট্রিটে পা দিলে চারিদিকে শুধুমাত্র শাড়িই দেখতে পাওয়া যাবে। বড়োবাজারেও ১০০ টাকায় কুর্তি ও ২০০ টাকার সিল্কের শাড়ি পাওয়া যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements