Puja Weather Update: চলে এসেছে পুজোর মাস। হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন। এরপরেই কলকাতা সহ পুরো বাংলা ঢেকে যাবে আলোর রোশনাইয়ে। ষষ্ঠী (Sasthi), সপ্তমী (Saptami), অষ্টমী (Ashtami), নবমী (Nabami) ও দশমী (Dashami) এই ৫দিন আলোয় ঝলমল করে ওঠে পুরো রাজ্য। আবার আজকাল যদিও অনেকে প্যান্ডেল হপিংয়ের কাজ পঞ্চমী থেকেই শুরু করে দেন।
October Weather Update 2023
পুজো উপলক্ষ্যে কারোর কেনাকাটা শুরু হয়ে গেছে, আবার কোথাও চলছে প্যান্ডেল তৈরির কাজ। এই আবহেই বাঙালির আনন্দ মাটি করতে বাংলায় হাজির হয়ে গেছে বৃষ্টি। শরতের নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘের পরিবর্তে দেখা যাচ্ছে ধূসর বর্ণের আকাশ ও ঘন কালো মেঘ। চলুন জেনে নেওয়া যাক, পুজোর সময়ে বৃষ্টি হওয়ার ব্যাপারে আবহাওয়া দফতর কী বলছে!
Puja Weather Update 2023
উল্লেখ্য, বেশ কিছুদিন আগে থেকেই পুজোর সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। কিন্তু, এই বিষয়ে আবহাওয়া দফতরের তরফে কোনো প্রকৃতির অফিসিয়াল ঘোষণা না করায়, সেই বিষয়ে তেমনভাবে মাথা ঘামায়নি সাধারণ মানুষ। কিন্তু পুজো যতই এগিয়ে আসছে, ততই দেখা যাচ্ছে আবহাওয়ার নির্মম রূপ। কারণ, এইভাবেই বৃষ্টি হতে থাকলে পুজোর সমস্ত আনন্দই মাটি হয়ে যেতে বাধ্য। এইসবের মাঝেই পুজোয় বৃষ্টি হবে কি হবে না? এই প্রশ্নের উত্তর দিতে দেখা গেল আবহাওয়া দফতরের কাছে।
আবহাওয়া দফতরের অফিসিয়াল পূর্বাভাস অনুযায়ী, পুজোর সময়ে ১৫-২০ অক্টোবর বৃষ্টি হবে। খুশির খবর হল, অক্টোবরের প্রথম সপ্তাহে রাজ্যজুড়ে ভারী বৃষ্টি হলেও ধীরে ধীরে তা বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন অংশে হবে। পাশাপাশি ষষ্ঠীর পর থেকেই আবহাওয়ায় ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। মেঘলা ও ঝোড়ো হাওয়াযুক্ত পরিবেশ পরিবর্তিত হয়ে ঝলমলে রোদ্দুরময় পরিবেশ দেখতে পাওয়া যাবে।
পূর্বাভাস অনুসারে, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী এই ৪ দিনে মাঝারি ও ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাবে না। তবে কিছু জায়গায় অল্প বৃষ্টি দেখা দিতে পারে। এই অবস্থায় দুর্গাপুজোর সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়ানো যাচ্ছে না। তবে ছাতা নিয়ে বেরোলেও পুরোপুরি ঘরবন্দি থাকতে হবে না, এইটুকুই আপাতত স্বস্তি দিচ্ছে সাধারণ মানুষকে ।