Government Scheme: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে নানান রকমের প্রকল্প লঞ্চ করা হয়ে থাকে। বিভিন্ন রকমের জনদরদী প্রকল্পের মাঝে মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করার জন্যও একাধিক প্রকল্প লঞ্চ করা হয়েছে সরকারের তরফে। কেন্দ্রীয় সরকারের (Union Government) পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য সরকারগুলিও (State Governments) নানান রকমের প্রকল্প লঞ্চ করেছে। এইরকমই এক প্রকল্প হল পশ্চিমবঙ্গের (West Bengal) লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme)।
লক্ষ্মীর ভান্ডার স্কিমের দৌলতে পশ্চিমবঙ্গের মহিলারা ৫০০ টাকা অথবা ১০০০ টাকা পেয়ে থাকেন। সাধারণ ক্যাটাগরির অন্তর্গত মহিলারা পান ৫০০ টাকা এবং সংরক্ষিত ক্যাটাগরির অন্তর্গত মহিলারা পেয়ে থাকেন ১০০০ টাকা। সম্প্রতি তেলেঙ্গানায় দাঁড়িয়ে কংগ্রেস মহিলাদের জন্য এক দুর্দান্ত প্রকল্পের সূচনা করার কথা ঘোষণা করল।
তেলেঙ্গানার মহিলাদের জন্য কংগ্রেসের ঘোষণা (Government Scheme)
সম্প্রতি তেলেঙ্গানার মহিলাদের প্রত্যেক মাসে ৪০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করে কংগ্রেস (Congress)। ২রা নভেম্বর তারিখে তেলেঙ্গানার আম্বাতিপল্লী নামক এক গ্রামে একটি মহিলা সভার আয়োজন করা হয়েছিল। এই মহিলা সভাতেই উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেখানেই তিনি মহিলাদের প্রতি মাসে ৪০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন।
তিনি জানান, “কংগ্রেস যদি তেলেঙ্গানায় ক্ষমতায় আসে, তাহলে প্রত্যেক মাসে ২৫০০ টাকা করে পাবেন সেই রাজ্যের মহিলা বাসিন্দারা। শুধুমাত্র তাই নয়। রাহুল এও বলেন যে, সারা দেশে বিক্রি হওয়া ১০০০ টাকা মূল্যের এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) তেলেঙ্গানায় ৫০০ টাকায় পাওয়া যাবে। পাশাপাশি মহিলাদের বাসভাড়াও মকুব করা হবে। সব মিলিয়ে মোটের উপরে ৪ হাজার টাকা করে লাভ হবে তেলেঙ্গানার মহিলাদের”।