রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Ration Card: মেয়েদের জন্য বাম্পার যোজনা! এই রেশন কার্ড থাকলেই পরিবার পিছু মিলবে 1 লক্ষ টাকা

Ration Card: দারিদ্রতা যেন কন্যা সন্তানদের পড়াশোনার পথে বাধা হয়ে না দাঁড়ায়, এই বিষয়টি সুনিশ্চিত করতে বড়ো পদক্ষেপ নিল রাজ্য সরকার (State Government)। পড়াশোনা চলাকালীন প্রত্যেক ধাপে আর্থিক সাহায্য প্রদানের…

Advertisements

Ration Card: দারিদ্রতা যেন কন্যা সন্তানদের পড়াশোনার পথে বাধা হয়ে না দাঁড়ায়, এই বিষয়টি সুনিশ্চিত করতে বড়ো পদক্ষেপ নিল রাজ্য সরকার (State Government)। পড়াশোনা চলাকালীন প্রত্যেক ধাপে আর্থিক সাহায্য প্রদানের জন্য একটি বিশেষ প্রকল্প আনা হয়েছে রাজ্য সরকারের তরফে। এই প্রকল্পের দৌলতে কন্যা সন্তান জন্মের পর থেকেই টাকা পাওয়া যাবে। সরকারের এই আর্থিক সাহায্য চলতে থাকবে কন্যার বয়স ১৮ বছর হওয়া পর্যন্ত। নিম্নে এই প্রকল্প নিয়ে বিস্তারে আলোচনা করা হল।

Ration Card

প্রকল্পের নাম কী? (What is the name of the Scheme?)

১. রাজ্য সরকারের প্রকল্পটির নাম হল ‘লেক লাড়কি যোজনা’ (Lek Ladki Yojana)।
২. প্রকল্পটির কথা মার্চে হওয়া বাজেট অধিবেশনের সময় ঘোষণা করা হয়।
৩. প্রকল্পটি শুরু হয় ১লা এপ্রিল থেকে।

Advertisements

Who is eligible for Lek Ladki Scheme? (Ration Card)

যে সমস্ত পরিবারের কমলা ও হলুদ রেশন কার্ড রয়েছে, শুধুমাত্র তারাই ‘লেক লাড়কি যোজনা’য় আবেদন করার যোগ্য।
● কমলা কার্ড: যাঁদের বার্ষিক আয়ের পরিমাণ ১৫ হাজার থেকে শুরু করে ১ লক্ষ টাকার মধ্যে রয়েছে, তাঁরা কমলা রেশন কার্ড পেয়ে থাকেন।
● হলুদ কার্ড: যাঁদের বার্ষিক আয়ের পরিমাণ সর্বোচ্চ ১৫ হাজার টাকা, তাঁদেরকে কমলা রেশন কার্ড দেওয়া হয়।

Ration Card

লেক লাড়কি যোজনায় কীভাবে টাকা দেওয়া হয়? (How financial help is offered in Lek Ladki Scheme)

১. কন্যা সন্তান জন্মের পরেই ৫০০০ টাকা দেওয়া হয়।
২. সেই কন্যা ১ম শ্রেণীতে উঠলে দেওয়া হয় ৬০০০ টাকা।
৩. উক্ত কন্যা ষষ্ঠ শ্রেণীতে উঠলে ৭০০০ টাকা পাবে।
৪. নবম শ্রেণীতে ওঠার পরে সেই কন্যাকে ৮০০০ টাকা দেওয়া হয়।
৫. অবশেষে ১৮ বছর বয়স হলে প্রাপ্তবয়স্ক কন্যাটি ৭৫০০০ টাকা পাবে।
৬. সবমিলিয়ে এই প্রকল্পের অধীনে একজন মেয়ে ১ লক্ষেরও বেশি টাকা পাওয়ার সুযোগ পাবে।

উল্লেখ্য, এই সুবিধা পশ্চিমবঙ্গের বাসিন্দারা পাবেন না। কারণ, এটি মহারাষ্ট্র সরকারের প্রকল্প (Maharashtra Government Scheme)। ২০২৩ সালের সার্ভে অনুযায়ী, মহারাষ্ট্রে মোট ২.৫৬ জনের রেশন কার্ড রয়েছে। এর মধ্যে ৬২.৬০ লক্ষ মানুষের হলুদ ও ১.৭২ কোটি মানুষের কমলা রেশন কার্ড আছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements