Ration Card: বর্তমানে ভারত জুড়ে প্রায় ৮০ কোটির মতো মানুষের নাম রেশন ব্যবস্থার অন্তর্গত। দেশের সমস্ত মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দিতে সর্বদাই তৎপর সরকার। অতিমারির সময়ে কেন্দ্রীয় (Central Government) ও রাজ্য সরকারের (State Government) উদ্যোগে বিনামূল্যে রেশন পাওয়ার সুযোগ পায় দেশের বহু মানুষ। রেশন দোকানের মাধ্যমেই সাধারণ মানুষকে রেশন কার্ড কেন্দ্রীক বিভিন্ন রকমের পরিষেবা দেওয়ার সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সুযোগ পায়।
এইবার এই রেশন দোকানের (Ration Shop) মাধ্যমের ব্যাঙ্কিং পরিষেবা সহ একাধিক সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন গ্রাহকরা। সঙ্গে শুধুমাত্র রেশন কার্ড (Ration Card) থাকলেই হল! আপাতত দুই বিশেষ সুবিধার কথা বলা হয়েছে সরকারের তরফে। কী কী? জানতে বলে পড়তে হবে এই প্রতিবেদন।
রেশন কার্ড থাকলে কী কী অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে?(Extra Advantages of Ration Card)
১. ব্যাঙ্কিং সিস্টেম (Banking System): সরকারের তরফে ব্যাঙ্কিং সিস্টেম ও রেশন ব্যবস্থা যুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। এই দুই সিস্টেম যুক্ত হয়ে গেলে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের সুবিধা রেশন দোকান থেকে পাওয়া যাবে। এর ফলে টাকা তোলা, টাকা জমা করা বা অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবা রেশন দোকান থেকেই পাওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা।
২. কার্ড সংক্রান্ত পরিষেবা (Card Related Service): রেশন দোকানে শুধুমাত্র ইন্ডিয়া পোস্টেরই যে পরিষেবা পাওয়া যাবে, তা নয়। বিভিন্ন জরুরী কার্ড সংক্রান্ত পরিষেবাও পাওয়া যাবে। জানিয়ে রাখি, আপাতত এই তালিকায় রয়েছে পাসপোর্ট ও আধার কার্ডের নাম। এই প্রকল্পে সম্মতি প্রকাশ করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।