রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Ration Card Update: রেশন কার্ড নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার, না মানলে কার্ড বাতিল

RationRation Card Update: রেশন কার্ড কেন্দ্রীক নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার (Central Government guidelines on Ration Card)। রেশন কার্ডে প্রাপ্ত রেশন সামগ্রীকে কেন্দ্র করে বড়ো সিদ্ধান্ত নিল মোদী সরকার…

Advertisements

RationRation Card Update: রেশন কার্ড কেন্দ্রীক নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার (Central Government guidelines on Ration Card)। রেশন কার্ডে প্রাপ্ত রেশন সামগ্রীকে কেন্দ্র করে বড়ো সিদ্ধান্ত নিল মোদী সরকার (Modi Government)। নিম্নে এই নিয়ে বিস্তারে আলোচনা করা হল।

Ration Card Update

 (Central Government Guidelines on Ration Card ) Ration Card Update

সরকারের কথায়, বহু মানুষ বিনামূল্যে রেশন সামগ্রী নেওয়ার যোগ্য নন। এই অবস্থায় সরকারের তরফে অযোগ্য রেশন কার্ড হোল্ডারদের পুরোনো রেশন কার্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisements

কোন ধরণের রেশন কার্ড জমা করতে হবে?(Which type of ration card has to be submitted?)

১. রেশন কার্ড হোল্ডার মারা গেলে সেই কার্ড সারেন্ডার করতে হবে। ব্যবহার করে সামগ্রী নেওয়া যাবে না।
২. আর্থিকভাবে স্বচ্ছল শ্রেণীর অন্তর্গত হলে অর্থাৎ দরিদ্র শ্রেনীর অন্তর্গত না হলে বিনামূল্যে সামগ্রী নেওয়ার রেশন কার্ড জমা করতে হবে।
৩. কোনো ব্যক্তির একের বেশি রেশন কার্ড থাকলে তা জমা করতে হবে।

Ration Card Update

রেশন কার্ড কেন্দ্রীক কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার উদ্দেশ্য (Purpose of Central Governments new guidelines on Ration card)

১. বিনামূল্যে খাদ্য সামগ্রী উপভোগ করার অনুপযুক্ত হলে কোনো ব্যক্তি বা পরিবার তা যাতে আর উপভোগ না করতে পারে, সেই বিষয়ে নজরদারি চালানোর জন্য কেন্দ্রের তরফে নয়া নির্দেশিকাটি জারি করা হয়েছে।
২. রেশন সামগ্রী সংক্রান্ত জালিয়াতি রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারা বিনামূল্যে রেশন সামগ্রী নেওয়ার যোগ্য নন?(Who isn’t eligible for Free Ration)

১. যাঁদের নিজস্ব অট্টালিকা আছে বা বড়ো ধরণের ফ্ল্যাট আছে, তাঁরা বিনামূল্যে রেশন সামগ্রী নেওয়ার উপযুক্ত নন।
২. কারোর ট্রাক্টর বা গাড়ি থাকলেও তিনি বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন না।
৩. রেশন কার্ড হোল্ডারের নিজস্ব অস্ত্র লাইসেন্স থাকলেও তাঁরা ফ্রীতে রেশন সামগ্রী পাবেন না।

Ration Card Update

উল্লেখ্য, বিনামূল্যে রেশন সামগ্রী নেওয়ার অযোগ্যদের নিজেদের পুরোনো রেশন কার্ড জমা করে শুধুমাত্র নথি হিসাবে ব্যবহার করার রেশন কার্ড নিতে হবে। কেন্দ্রের নয়া নিয়ম না মানলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি হয়েছেন বহু সাধারণ মানুষ।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements