ATM Card Rules: বর্তমানে অনলাইন বা কার্ড লেনদেনের পরিমাণ বেড়ে চলেছে। যতদিন যাচ্ছে তা আরওই বৃদ্ধি পাচ্ছে তো কমছে না। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) তরফে ক্রেডির কার্ড ও ডেবিট কার্ডকে কেন্দ্র করে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকাকে কেন্দ্র করে নিম্নে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হল।
ATM কার্ডের নিয়মে আরবিআই-এর নতুন নিয়ম (ATM Card Rules):
১. টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হল (Two Factor Authentication): আরবিআই-এর নয়া নির্দেশিকা অনুযায়ী টাকা লেনদেনের সময়ে ক্রেডিট কার্ড (Credit Card) ও ডেবিট কার্ডের (Debit Card) ব্যবহারকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতেই হবে। জানা গেছে, টাকা দেওয়ার সময়ে ইলেকট্রনিক কার্ডগুলোর ব্যবহারকে আরও সুরক্ষা দেওয়ার জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে।
২. কন্ট্যাক্টলেস কার্ডের সীমা সংশোধন করা হল (Limit Of Contactless Card): ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে কন্ট্যাক্টলেস কার্ডের সীমা বদলে ফেলা হল। এক্ষেত্রে কার্ড হোল্ডার পিন না দিয়েই টাকার লেনদেনের কাজ সম্পন্ন করতে পারেন। এর সীমা ৫০০০ টাকা করে দেওয়া হয়েছে।
৩. সীমা আরোপিত হল বিদেশী কার্ডে (Limit on Foreign Card): বিদেশী কার্ডে সীমা আরোপ করা হল। ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের সময়ে কার্ড হোল্ডারদের নিজেদের কার্ড নিষ্ক্রিয় বা সক্রিয় করা বাধ্যতামূলক। এই নিয়মের দৌলতে দেশের বাইরে কার্ড অপব্যবহার হওয়া থেকে রক্ষা পাবেন কার্ডের মালিকরা।
৪. কার্ডের লেনদেনে সতর্কবার্তা পাঠানো বাধ্যতামূলক (Alert on Money Transaction): কার্ড ব্যবহার করে লেনদেন করা হলেই ইমেল ও এসএমএস মাধ্যমে গ্রাহকদের কাছে সতর্কবার্তা পাঠাতে হবে। এই সতর্কবার্তা রিয়েল টাইম আপডেটের মতো করার নির্দেশ দেওয়া হয়েছে। যা লেনদেন সম্পন্ন হওয়ার ৫ মিনিটের মধ্যে করতে হবে।
৫. লেনদেন ব্যর্থ হলে যা হবে (Failed Transaction): অনেক সময়ে দেখা যায় লেনদেন করতে গিয়ে তা ব্যর্থ হয়ে গেছে। এই অবস্থায় ব্যাঙ্ককে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহককে তাঁর প্রাপ্য অর্থ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি উক্ত প্রতিষ্ঠান বা ব্যাঙ্ক যদি ফেইল্ড ট্রানজ্যাকশনের জন্য অতিরিক্ত অর্থ নিয়ে থাকে, সেটাও ফেরত দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।