RBI Updated Repo Rate: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে বড়ো পদক্ষেপ আরবিআই (RBI)-এর। চলতি সপ্তাহে শুক্রবারে রেপো রেট কেন্দ্রীক নয়া ঘোষণা করা হয় আরবিআই-র তরফে। এইবারে রেপো রেট বাড়ল না কমল? জানতে হলে পড়ুন এই প্রতিবেদন (RBI New Updated Repo Rate October)।
মুদ্রাস্ফীতি কেন্দ্রীক রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্ত (Decision of Reserve Bank of India on Inflation)
১. মুদ্রাস্ফীতি অপরিবর্তিত রাখার জন্য অপরিবর্তিত রাখা হয়েছে রেপো রেটের হার।
২. সিপিআই (CPI) ভিত্তিক মুদ্রাস্ফীতির আনুমানিক পরিমাণ ৫.৪% রাখার চেষ্টা করা হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে।
৩. মনিটারি পলিসিকে কেন্দ্র করে মনিটারি পলিসি কমিটির বৈঠক বসে বুধবারে। ৩ দিন ধরে চলা সেই বৈঠকের পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
৪. আরবিআই গভর্নর খোদ জানান যে, কমিটির প্রত্যেক সদস্যের সম্মতিতে রেপো রেট ৬.৫% রেখে দেওয়া হয়েছে।
রেপো রেট কী?(What is Repo Rate?)
১. এটি হল একটি মনিটারি পলিসি টুল (Monetary Policy Tool)।
২. এই টুল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার কাজে ব্যবহার করা হয়।
৩. ব্যাঙ্ক যে সুদের হারে আরবিআই-এর কাছ থেকে ঋণ নেয়, সেটাই রেপো রেট নামে পরিচিত।
৪. রেপো রেট সাধারণত স্বল্প মেয়াদি হয়।
বিশ্ব অর্থনীতি বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের (Shankti Kanta Das) বক্তব্য, “ভারত ধীরে ধীরে বিশ্বের দরবারে অর্থনৈতিক বিষয়ে উন্নতির পথ প্রদর্শনকারী হিসাবে ধরা দিচ্ছে। এটা মোটেই আত্মতুষ্টির উদ্দেশ্যে বলা হচ্ছে না। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য মনিটারি পলিসি কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না”।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য গত বছরের মে মাসের পর থেকেই রেপো রেটে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পরিলক্ষিত হয়। উল্লিখিত সময়ের পরে প্রায় ৬ বারের মতো রেপো রেট বাড়ানো হয়েছিল। যার ফলে মোট ২.৫% রেপো রেট বেড়ে গিয়েছিল। তবে, এই বছরে এপ্রিল, জুন ও আগস্টে রেপো রেট বদল না করার পরে আবার অক্টোবরে চতুর্থ বারের মতো রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।