Reduce Electric Bill: বৈদ্যুতিক বিল দেখলেই চোখ কপালে উঠে যাওয়ার অবস্থা! কারেন্টের বিল বেশি আসার কারণে হাতে টানও পড়ছে? বহু মানুষ পাখার ও টিভির ব্যবহার কমিয়ে দেন বৈদ্যুতিক বিলে উল্লিখিত টাকার পরিমাণ নিয়ন্ত্রণে আনার জন্য। তবে বাড়িতে মাত্র একটি বদল এনেই বৈদ্যুতিক বিলে বিশাল পরিবর্তন আনা সম্ভব। নিম্নে এই নিয়ে বিস্তারে আলোচনা করা হল।
বিদ্যুৎ বিল কমানোর প্রক্রিয়া(Tip to reduce electricity Bill)
১. বহু বাড়িতেই সুইচবোর্ডে ইন্ডিকেটর লাগানো থাকে। বিদ্যুৎ থাকলে এই ইন্ডিকেটর জ্বলে ওঠে এবং গেলে অফ হয়ে যায়। কারেন্ট থাকলে প্রয়োজন মতো সুইচবোর্ডের সুইচ অন করতে দিতে হয় এবং না থাকলে বন্ধ করে দিতে হয়।
২. ইন্ডিকেটরের সাহায্য বাড়িতে বিদ্যুৎ থাকার বার্তা পাওয়া যায়। এর দৌলতেই বাড়িতে কম ভোল্টেজের বিদ্যুৎ এলে সেই খবর জানতে পারা যায়। কম ভোল্টেজের বিদ্যুতে ফ্রিজ, টিভি প্রভৃতি চালানো উচিত নয়। এই অবস্থায় আপনি সংকেত দেখে সতর্ক হতে পারলে কোনো প্রকারের ক্ষতি হওয়ার আগে জলদি টিভি, ফ্রিজ বন্ধ করতে পারবেন।
৩. এই দেশে মূলত ২৩০- ২৪০ ভোল্টের ভোল্টেজ সরবরাহ করা হয়। প্রত্যেক ভোল্টেজ পিছু ঘন্টা প্রতি ০.৩ – ০.৫ ওয়াট বিদ্যুৎ খরচ করতে হয়। এইবার আপনার বাড়িতে যদি ১০টির মতো সুইচবোর্ড থেকে থাকে, তাহলে হিসাব মতো আপনার ৭২ ওয়াট পরিমাণ বিদ্যুৎ খরচ হতে পারে। এই অবস্থায় আপনি ইন্ডিকেটর বন্ধ করে রাখলে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবেই।
৪. বিদ্যুতের বিল কমাতে চাইলে বাড়িতে উন্নত মানের ডিভাইস ব্যবহার করতে হবে। উন্নত ও নতুন ডিভাইস ব্যবহার করলে বাড়ির বৈদ্যুতিক বিল কম আসে।