Relationship Tips: বহু ক্ষেত্রে দেখা গেছে বিবাহিত নারীদের প্রতি আকৃষ্ট হন ছেলেরা। বিষয়টি সমাজে সমালোচিত হলেও, এর পিছনে রয়েছে বিশেষ কিছু কারণ। কী সেই কারণ? চলুন আজকের প্রতিবেদনে সেটাই জেনে নেওয়া যাক।
ছেলেরা বিবাহিত মহিলাদের পছন্দ করার কারণ কী? (Relationship Tips)
১. প্রেম ও অভিজ্ঞতা ভালো থাকে: প্রেম ও অভিজ্ঞতা এই দুই বিষয়েই সাধারণত এগিয়ে থাকে বিবাহিত মহিলারা। একা থাকার ভয় তাঁদের মধ্যে না থাকার কারণে সম্পর্কে অনেক বেশি স্টেবল হন তাঁরা।
২. নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে: অবিবাহিত মহিলারা সাধারণত স্বপ্ন বোনার কাজে ব্যস্ত থাকে। পার্থিব বিষয়ে তাঁদের জ্ঞান পর্যাপ্ত না থাকায় সঙ্গীর সঙ্গে বোঝাপড়ায় সমস্যা দেখা দেয়। অপরদিকে বিবাহিত মহিলাদের সামাজিক ও পারিপার্শ্বিক জ্ঞান ভালো থাকে। এই অবস্থায় আত্মসম্মান বজায় রেখেও সঙ্গীদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার কৌশল জানেন বিবাহিত মহিলারা। যার ফলে ছেলেরা এক্ষেত্রে নিরাপদ অনুভব করেন।
৩. ফাইন্যান্শিয়াল স্টেবিলিটি থাকে: ছেলেদের তুলনায় মেয়েরা সাধারণত দ্রুত ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়ে থাকে। এই অবস্থায় তাঁরা আর্থিক নির্ভরশীলতা সঙ্গীর মধ্যে খোঁজেন না। ফলে ছেলেরা জানেন যে, অন্ততঃ টাকার জন্য উক্ত মেয়ে তাঁর কাছে যাচ্ছে না।
৪. আত্মকেন্দ্রিক হন না: অবিবাহিত মহিলাদের বেশিরভাগই আত্মকেন্দ্রিক হয়ে থাকেন। যেটা বিবাহিত মহিলাদের মধ্যে তেমন একটা দেখা যায় না। কোনো ভুল হয়ে গেলেও সঙ্গীর যত্ন নিয়ে সম্পর্ক সামলাতে দক্ষ হন তাঁরা।
৫. প্রতারণার সম্ভাবনা থাকে না: সততা ও বয়সের কোনো সম্পর্ক নেই। তবে বয়স বাড়লে বা অভিজ্ঞতার দরুণ মানসিক স্থিতিশীলতা বাড়ে বিবাহিত মহিলাদের। চাহিদা ও ইচ্ছা সম্পর্কে অবগত ও স্পষ্ট থাকেন তাঁরা। আর তাই বহু ছেলেরাই এক্ষেত্রে নিরাপদ বোধ করে থাকেন।
৬. যত্নশীল হন: অভিজ্ঞতার দরুণ হোক বা হোক বয়সের কারণে বিবাহিত মহিলারা সঙ্গীর বেশ দায়িত্ব সহকারে যত্ন নেন। দায়িত্ব নিয়ে কাজ সম্পন্ন করার কাজে দক্ষ হন তাঁরা। এই বিষয়টিও বহু পুরুষদের আকৃষ্ট করে থাকে।