রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Business Idea: হাত খরচের টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, মাসে আয় হবে অন্তত ৫০ হাজার টাকা

Business Idea: অল্প পুঁজিতে ব্যবসা শুরু করার কথা ভাবছেন? আজকের প্রতিবেদনে এনেছি একটা দারুণ ব্যবসার আইডিয়া। এই ব্যবসা অল্প পুঁজিতেই শুরু করা যায়। ব্যবসাটির নাম হল রুটির ব্যবসা। ব্যবসায় সাহায্য…

Advertisements

Business Idea: অল্প পুঁজিতে ব্যবসা শুরু করার কথা ভাবছেন? আজকের প্রতিবেদনে এনেছি একটা দারুণ ব্যবসার আইডিয়া। এই ব্যবসা অল্প পুঁজিতেই শুরু করা যায়। ব্যবসাটির নাম হল রুটির ব্যবসা। ব্যবসায় সাহায্য পাওয়া যেতে পারে কেন্দ্রীয় সরকারের মুদ্রা যোজনা থেকেও। এই ব্যবসার পরিকল্পনাতেই এবার নজর দেওয়া যাক।

Business Idea

Advertisements

 

ব্যবসা শুরু করার শর্তাবলী:

১. পুঁজিরূপে কমপক্ষে ৫ লক্ষ টাকা থাকতে হবে।
২. রুটি তৈরির কারখানাটি স্থাপন করার জন্য প্রয়োজনীয় জায়গা কমপক্ষে ৫০০-৮০০ ফুট বিশিষ্ট হতে হবে।
৩. কারখানার জায়গা ছাড়াও এই ব্যবসা শুরু করতে গেলে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা, মেশিন ও জলের সুবিধার প্রয়োজন।
৪. উল্লিখিত সমস্ত বিষয় হাতের কাছে থাকলে এবার জোগাড় করতে হবে রুটি তৈরির কারিগর।

মেশিনের খরচ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কথা:

১. ময়দার ডো তৈরির মেশিনের দাম ৫০ হাজার টাকা। ও দাম ১ লক্ষও হয়ে যেতে পারে।
২. রুটির গোল আকার দেওয়ার মেশিনের পিছনে মোটামুটি ৩৫০০০-৫০০০০ টাকার মতো খরচ করতে হতে পারে।
৩. রুটি সেঁকার ওভেনের দাম ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকার মধ্যে থাকবে।
৪. এই সমস্ত মেশিনগুলো কিনতে চাইলে বাজার থেকে কেনা যেতে পারে। আবার কেউ চাইলে অনলাইনেও কিনতে পারেন।

Business Idea

কাঁচামাল হিসাবে কী কী দরকার?

১. ময়দা/আটা।
২. ক্যালসিয়াম পাউডার।
৩. গ্লুটেন।
৪. শুকনো খামির।
৫. তেল।
৬. চিনি।
৭. নুন।
৮. প্যাকিং করার ব্যবস্থা।

ব্যবসা খোলার শর্ত:

১. ইচ্ছুক ব্যক্তির অবশ্যই জিএসটি নম্বর ও এফএসএসএআই লাইসেন্স থাকতে হবে।
২. এছাড়াও উক্ত ব্যক্তির কাছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের নো অবজেকশন সার্টিফিকেটও থাকতে হবে।

Business Idea: হাত খরচের টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, মাসে আয় হবে অন্তত ৫০ হাজার টাকা - Youth Bengal

আয়ের পরিমাণ:

১. প্রত্যেক রুটির প্যাকেট খুব কম খরচেই তৈরি হয়ে যাবে।
২. এক প্যাকেট রুটি ৩০-৬০ টাকায় বিক্রি করা যেতে পারে।
৩. এই হিসাবে মাসিক আয়ের পরিমাণ দাঁড়াবে ৫০ হাজার টাকা।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements