রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Sohini Sarkar vs Trina Saha: ‘মহিলাদের কোথায় পুরুষদের ঢুকতে নেই’? আঙুল দিয়ে বিশ্লেষণ রুদ্রনীলের

Sohini Sarkar vs Trina Saha: তৃণা সাহা (Trina Saha) ও সোহিনী সরকারের (Sohini Sarkar) বিবাদে উত্তাল টলিপাড়া। "মাতঙ্গিনী"-এর সেটের মধ্যেকার ঝামেলার জল গড়িয়ে গিয়েছে বহুদূর। পরিস্থিতি এখনও শান্ত হয়নি। এইসবের…

Advertisements

Sohini Sarkar vs Trina Saha: তৃণা সাহা (Trina Saha) ও সোহিনী সরকারের (Sohini Sarkar) বিবাদে উত্তাল টলিপাড়া। “মাতঙ্গিনী”-এর সেটের মধ্যেকার ঝামেলার জল গড়িয়ে গিয়েছে বহুদূর। পরিস্থিতি এখনও শান্ত হয়নি। এইসবের মাঝেই বাক্যবোমা ফাটালেন অন্যতম প্রয়োজক রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, “মেয়েদের কিছু ব্যাপারে না পড়াই ভালো”। কিন্তু হঠাৎ তাঁর এমন মন্তব্যের কারণ কী?

Sohini Sarkar vs Trina Saha

Advertisements

Trina Saha vs Sohini Sarkar

সূত্রের খবর অনুযায়ী, তৃণা ও সোহিনীর বিবাদের সূত্রপাত সোহিনীর আলাদা মেকআপ আর্টিস্ট, মেকআপ রুম, হেয়ার ড্রেসার ও বাথরুম পাওয়াকে নিয়ে। সেটের মাঝে রীতিমতো কথা কাটাকাটি হওয়ার পরে সেট ছেড়ে বেরিয়ে যান তৃণা। যদিও, এক পক্ষের দাবি, আর্টিস্টদের সাধারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে সোহিনী তৃণার নামোল্লেখ না করে বিষয়টা মিটিয়ে নেওয়ার কথা আবেদন জানালে তৃণা নাকি সেট ছাড়ার সিদ্ধান্ত নেন। তৃণা দাবি করেছেন, তাঁর কাছে এই বিষয়টি বেশ অপমানজনক মনে হয়েছে। এদিকে তৃণার বিরুদ্ধে অপমান করার অভিযোগ উঠলে তিনি তা অস্বীকার করেন।

Sohini Sarkar vs Trina Saha

About Matangini Webseries and casting

রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) ও ক্যামেলিয়া প্রোডাকশনের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ‘মাতঙ্গিনী’ ওয়েব সিরিজটি। প্রাথমিকভাবে এই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল সোহিনী সরকার, তৃণা সাহা, রণিতা দাস (Ranita Das) ও শুভশ্রীর দিদি দেবশ্রী গাঙ্গুলির(Debashree Ganguly) নাম। এবার বিবাদের পরে এই তালিকাতেই তৃণা সাহার স্থান নড়বড় করতে দেখা যাচ্ছে। জানা গেছে, প্রযোজনা সংস্থার তরফে ইতিমধ্যে তৃণার রিপ্লেসমেন্টের জন্য রোশনি ভট্টাচার্যের (Roshni Bhattacharya) কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি এই খবর সুনিশ্চিত করলেও, চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

Rudranil Ghosh’ Statement about this matter

তৃণা ও সোহিনীর এই বিবাদের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন্যতম প্রযোজক রুদ্রনীলের মন্তব্য, “এখানে সবাই গুরুত্বপূর্ণ। সংখ্যাগরিষ্ঠের ইচ্ছাই প্রাধান্য পাবে। যা সিদ্ধান্ত নেওয়া হবে টেকনিশিয়ান ও আর্টিস্টদের মেজরিটির সিদ্ধান্তের উপরে নেওয়া হবে। আমি এই বিষয়ে নেই। মহিলাদের এমন কিছু বিষয় আছে, যেখানে পুরুষদের ঢুকতে নেই। আমি ঢুকিনি। তবে শ্যুটিং বন্ধ হয়ে যাওয়ার কারণে বেশিরভাগ আর্টিস্ট ও টেকনিশিয়ানদের যে ক্ষতির মুখে পড়তে হয়েছে, যাতে তাঁদের আর ক্ষতি না হওয়ায় সেইরকমের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে”।

Sohini Sarkar vs Trina Saha

এদিকে রুদ্রনীল অন্য এক সাংবাদিক সাক্ষাৎকারে জানান, বিবাদিত ঘটনার দিনদুয়েক পরে লিখিতভাবে তৃণা ক্ষমা চেয়েছেন। যদিও এর সঙ্গে জুড়ে দিয়েছেন কিছু শর্তও। আর্থিক বিষয়ের ব্যাপারটাও বাদ রাখেননি তিনি। এই বিষয়ে রুদ্রনীলের মতামত, “অভিনেতাদের উচিত আগে থেকে নিজেদের দাবিদাওয়া জানিয়ে কাজে নামা। প্রত্যেকটা প্রজেক্টের একটা নির্দিষ্ট বাজেট থাকে, সেই হিসাবেই কাজ এগোয়”।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements