Sandipta Sen: ভাইরাল হল অভিনেত্রী সন্দীপ্তা সেনের ভিডিও। বিনোদন জগতের এক জনপ্রিয় মুখ হলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। তিনি অভিনয় জীবনের সফর শুরু করেন স্টার জলসার (Star Jalsa) ধারাবাহিকে অভিনয় করার মাধ্যমে। তাঁর অভিনয় জীবনের পথ চলা শুরু হয় ‘দুর্গা’ (Durga) ধারাবাহিকের হাত ধরে। পরবর্তীকালে একাধিক অ্যাওয়ার্ড পাওয়ার মাধ্যমে ধারাবাহিকের অভিনয় জগতে নিজের স্থান পাকা করে নেন তিনি।
কর্মজীবনে ব্যস্ত থাকার পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমেও (Social Media) সময় কাটান। বিভিন্ন রকমের ফটো ও ভিডিও পোস্ট করার মাধ্যমে তিনি যোগাযোগ বজায় রাখেন ভক্তদের সঙ্গে। এবার তাঁরই পোস্ট করা এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Sandipta Sen Viral Video) হয়ে যেতে দেখা গেল।
ভাইরাল ভিডিওটি (Viral Video) পোস্ট করা হয়েছে সন্দীপ্তা সেনের ইনস্টাগ্রাম আইডি (Indstagram Id) থেকে। এই ভিডিওটিতে সন্দীপ্তাকে খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে স্নান করতে দেখা যায়। ভিলার ওপেন পুলে সন্দীপ্তাকে সুমিং স্যুট পরে ঝমঝম করে পড়তে থাকা বৃষ্টিতে ভিজে একবার জলে ডুব দিতে দেখা যায়, আবার একবার চুল হাওয়ায় দুলিয়ে মুখে জলের ঝাপটা দিতে দেখা যায়। ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ‘রোজা়’ (Roza) সিনেমার ইন্সট্রুমেন্টাল গান। এই গানেতেই সুইমিং পুলে জলকেলি করতে দেখা যায় সন্দীপ্তা সেনকে।
View this post on Instagram
ভিডিওটি নেটিজেনদের খুব পছন্দ হয়েছে। অসংখ্য মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন এবং ২৫.৪ হাজার মানুষ এই ভিডিওটি পছন্দ করেছেন। ভিডিওর কমেন্ট বক্স আগুন ও লাভ ইমোজিতে ভরে যেতে দেখা গিয়েছে।