Sara Tendulkar-Shubman Gill: বিশ্বকাপের উত্তেজনা তুঙ্গে। এই উত্তেজনাকেই প্রায় ছাপিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছে শুভমন গিল (Shubman Gill) ও সারা টেন্ডুলকারের (Sara Tendulkar) প্রেমের গুঞ্জন। কখনওই খোলাখুলিভাবে প্রেমের কথা স্বীকার করেননি শুভমন। বরাবরই আড়ালেই চলেছে তাঁদের প্রেম। যদিও প্রত্যেকবারেই কোনো না কোনো ইস্যু তাঁদের প্রেমের গুঞ্জনকে উস্কে দেয় এবং তা আলোচনার বিষয় হয়ে ওঠে।
শুভমন গিল হলেন ভারতীয় ক্রিকেট দলের উদীয়মান তারকা। তাঁর ও সারার প্রেম সর্বদাই ধোঁয়াশার মধ্যে রেখে চলতে পছন্দ করেন তারকা ক্রিকেটার। যদিও এই বিষয়ে সারা বেশ ডাকাবুকো। তিনি কখনও প্রকাশ্যেই শুভমনকে জন্মদিনের শুভেচ্ছা জানান, আবার কখনও শুভমনের খেলা দেখে সবার সামনেই উঠে দাঁড়িয়ে হাততালি দেন। শুভমন বিষয়টাকে শাক দিয়ে মাছ ঢাকার মতো চাপা দেওয়ার চেষ্টা করলেও সারার প্রতিক্রিয়ার কারণে তা প্রায় প্রত্যেকবারই ব্যর্থ হয়ে যায়।
এবার মনে হয় সারা আর চেপে রাখতে চান না! কারণ, তিনি সম্প্রতি খোলামেলা ঘোষণা করে দিলেন “ও শুধু আমার”। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেল (পূর্বে টুইটার) থেকে একটি ফটো পোস্ট করেন শচীন কন্যা সারা। সেই ফটোতে তাঁকে ফ্লোরাল প্রিন্টের পোশাক পরে কোঁকড়ানো ঘন চুল হাওয়ায় উড়িয়ে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হাতে সরু ব্রেসলেট পরে কানের কাছে আঙুল নিয়ে গিয়ে মুখে মিষ্টি হাসি নিয়ে ফটোর জন্য পোজ দেন তিনি। সারার সেই ফটোর ক্যাপশনে লেখা থাকে ‘হি ইজ মাইন’ (He is Mine)। এই লাইনের সঙ্গে দেওয়া থাকে একটি লাল হার্ট ইমোজি। ক্যাপশন দেখে আর কারোর অনুমান করতে অসুবিধা হয়নি, এখানে কার নিয়ে বলা হয়েছে।
He is Mine ♥️ pic.twitter.com/LM0HsTkaea
— Sara Tendulkar (@SaraTendulkar__) November 17, 2023
ফটোটি ১৭ই নভেম্বরে সন্ধ্যাবেলা পোস্ট করেন শচীন কন্যা। ২৪ ঘন্টা পেরোনোর আগেই প্রায় ৫০ হাজার লাইক পেয়ে গেছে ফটোটি। হাজার হাজার মানুষ এই ফটোতে রিপ্লাইও দিয়েছেন