SBI Online Course: করোনা অতিমারি সাধারণ মানুষকে অনলাইন কোর্সের স্বাদ পাইয়ে দিয়েছে। লকডাউনে ঘরবন্দি থাকাকালীন কেউ মনোরঞ্জনে মন দেন, তো কেউ আত্মোন্নতির দিকে মনোনিবেশ করেন। কিছু মানুষ আবার উভয়ক্ষেত্রই দক্ষতার সঙ্গে সামলে নেন। ছেলেমেয়ে নির্বিশেষে বহু মানুষ করোনা অতিমারির সময় থেকে অনলাইন কোর্সে নাম নথিভুক্ত করতে শুরু করেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরিস্থিতি স্বাভাবিক হলেও শুরু হয় নিউ নরম্যাল। এই নিউ নরম্যালের অধীনেই লকডাউনের পরেও অনলাইন কোর্সের চাহিদা বজায় থাকতে দেখা যায়।
যত সময় যাচ্ছে অনলাইন কোর্সের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেতে দেখা গেছে। বাড়তে থাকা চাহিদার দিকে তাকিয়েই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India) তরফে হাজির করা হয়েছে একটি অনলাইন কোর্স। এই কোর্স করলেই ব্যাঙ্কে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
SBI Online Course প্রয়োজনীয় নথিপত্র ও অন্যান্য জিনিস:
১. আধার কার্ড
২. ভোটার কার্ড
৩. প্যান কার্ড
৪. স্মার্টফোন
SBI Online Course কোর্সে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া:
১. প্রথমে যেতে হবে এসবিআই (SBI)-এর অফিসিয়াল ওয়েবসাইটে।
২. সেখানে গেলে হোম পেজ (Home Page) দেখতে পাওয়া যাবে।
৩. এই পেজে স্ক্রল করে নিচের দিকে নামলেই নানান রকমের কোর্স দেখতে পাওয়া যাবে।
৪. আপনাকে নিজের পছন্দের কোর্সটি সিলেক্ট করতে হবে।
৫. কোনো একটা নির্দিষ্ট কোর্সে ক্লিক করলে নতুন একটি পেজ দেখতে পাওয়া যাবে।
৬. সেই পেজে গিয়ে ‘এনরোল নাও’ (Enroll Now)-এ ক্লিক করতে হবে।
৭. এরপরে নতুন আরেকটা পেজ খুললে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করতে হবে।
৮. সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই জমা পড়ে যাবে আবেদনপত্র।
৯. উক্ত ধাপগুলো সম্পন্ন হলেই লগইন আইডি (Log in Id) ও পাসওয়ার্ড (Password) পাওয়া যাবে।
১০. প্রাপ্ত লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করলেই অনলাইন কোর্স করার পথ খুলে যাবে এবং শংসাপত্র পাওয়া যাবে।