SBI Recruitment 2023: সুখবর! প্রকাশ্যে নিয়োগের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) তরফে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। শূন্যপদের সংখ্যা কত? কত টাকা বেতন হিসাবে দেওয়া হবে? শেষ কবে আবেদন করা যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তরই নিম্নে দেওয়া হল (SBI recruitment notification 2023)।
All Details OF SBI Recruitment 2023
পদের নাম | Control Room Operator & Armourers |
শূন্যপদের সংখ্যা | বিজ্ঞপ্তিতে মোট ৮৯টি শূন্যপদের কথা জানানো হয়েছে। এবং ১৮টি (Armourers) শূন্যপদের কথা জানানো হয়েছে। |
বেতনের পরিমাণ | মাসিক বেতনের পরিমাণ ১৭ হাজার ৯০০ টাকা থেকে ৪৭ হাজার ৯২০ টাকা হতে পারে। |
শিক্ষাগত যোগ্যতা (educational qualification) | ● ইচ্ছুক আবেদনকারীকে কমপক্ষে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে। Advertisements
● উচ্চমাধ্যমিকের মার্কশিটের আবেদনকারীর গড় নম্বর কমপক্ষে ৫০% থাকতে হবে। ● আবেদনকারীর উচ্চতর ডিগ্রি (স্নাতক) থাকলেও আবেদন করতে পারেন। |
বয়সসীমা (Age limit) | আবেদনকারী ব্যক্তি বয়স ২০-৪৮ বয়সসীমার মধ্যে থাকতে হবে। (Armourers) আবেদনকারী ব্যক্তি বয়স ২০-৪৫ বয়সসীমার মধ্যে থাকতে হবে। |
আবেদন শেষ হওয়ার তারিখ: | ০৫.১০.২০২৩ |
নিয়োগ প্রক্রিয়া(Selection Process)
১. দুটি পরীক্ষা নেওয়ার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
২. প্রথমও কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা নেওয়া হয়ে গেলে উত্তীর্ণদের ইন্টারভিউ নেওয়া হবে এবং নিযুক্তদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process Of SBI Recruitment 2023)
১. এসবিআই-র অফিসিয়াল ওয়েবসাইটে (https://sbi.co.in/web/careers/current-openings) যেতে হবে।
২. সেখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
৩. রেজিস্ট্রেশনের কাজ হয়ে গেলে লগিন করতে হবে এবং আবেদনপত্র পূরণ করে নিয়ে প্রয়োজনীয় নথিপত্র সহ ফটো আপলোড করতে হবে।
৪. সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।