Guidelines for admission: ভারতে বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র হিসাবে নানান রকমের ডকুমেন্ট ব্যবহৃত হয়। এই তালিকায় ভোটের কার্ড (Voter Card), আধার কার্ড (Aadhaar Card), ড্রাইভিং লাইসেন্স (Driving Licence), রেশন কার্ড (Ration Card), জন্ম শংসাপত্র (Birth Certificate) প্রভৃতি থাকে। এর মধ্যে কিছু নথি প্রায় সমস্ত সরকারি কাজেই দরকার পড়ে। তবে এবার থেকে উল্লিখিত তালিকায় থাকা একটি নথি আর স্কুল-কলেজে বাধ্যতামূলক থাকলো না। কী সেই নথি? চলুন বিস্তারে জেনে নেওয়া যাক।
স্কুলে কোন কার্ড আর বাধ্যতামূলক নয়? (Document Guidelines for admission)
১. আধার কার্ড আসার পর থেকে স্কুলের কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি হিসাবে আধার কার্ড (Aadhaar Card) বাধ্যতামূলক হয়ে যায়। প্রাইমারি স্কুলে ভর্তি করার কাজ হোক বা বিশ্ববিদ্যালয়ের কোনো কাজ, সবেতেই আধার কার্ড দরকার ছিল। সরকারের তরফে এই পদক্ষেপ মূলত নেওয়া হয় সমস্ত ডেটার রেকর্ড রাখার জন্য।
২. পরবর্তীকালে সরকারের তরফে করা এক ঘোষণাতে জানানো হয় যে, আধার কার্ড স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আর বাধ্যতামূলক থাকবে না। এককথায় সরকারের এই ঘোষণার পরে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কাজে এই কার্ড দেওয়া আর বাধ্যতামূলক ছিল না।
৩. এইদিকে সরকারের নির্দেশিকা উপেক্ষা করে বহু স্কুলই আধার কার্ড নেওয়ার রীতি অব্যাহত রাখে। এই অবস্থায় এক পড়ুয়ার অভিভাবক আপত্তি জানালে প্রকাশ্যে আসে দিল্লির সরকারি অনুমোদনপ্রাপ্ত ভর্তুকিহীন এক স্কুলের নাম।
৪. প্রকাশ্যে আসা খবরের ভিত্তিতে জানা গেছে, উক্ত স্কুল পড়ুয়াদের ভর্তির জন্য আধার কার্ড জমা করার বিষয়টি বাধ্যতামূলক ঘোষণা করে। স্কুলের এই নির্দেশিকা পছন্দ হয়নি উক্ত স্কুলে সন্তানকে ভর্তি করানোর জন্য আবেদন করা অনগ্রসর শ্রেণীর অভিভাবকদের। ফলস্বরূপ, এই মামলা গড়ায় দিল্লি হাইকোর্টের দরবারে। অবশেষে দিল্লি হাইকোর্ট সুপ্রিম কোর্টের পথ চলে চূড়ান্ত রায় দেয়। এক্ষেত্রে জানিয়ে দেওয়া হয় যে, কোনো স্কুল আর ভর্তির কাজে আধার কার্ডের জন্য চাপ দিতে পারবে না। এই রায়ের পরেই শিক্ষা ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক না থাকার বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায় সবার কাছে (Aadhaar Card is not mandatory for school)।
৫. কিছুদিন আগেই পাশ হয়েছে ‘জন্ম ও মৃত্য রেজিস্ট্রেশন (সংশোধনী) আইন, ২০২৩’। এই আইন পাশ হওয়ার পরে থেকে বিভিন্ন কাজে আরও মান্যতা পায় জন্ম শংসাপত্র। যার ফলে শিক্ষা ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের মর্যাদা বেড়ে যাওয়ায় আধার কার্ডের প্রয়োজন আরও মৃদু হয়ে যায়। কারণ, এই আইন কার্যকরী হলেই ভর্তির কাজে এবার থেকে বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক হয়ে যাবে। এক্ষেত্রে আর আধার কার্ডের দরকার পড়বে না।