Amrit Bharat Station: বাংলার ৩৭টি রেল স্টেশনের আগাগোড়া ভোল্ পাল্টাতে চলেছে। কেন্দ্রের ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্প (Amrit Bhatat Station Scheme) অনুযায়ী চেহারা পাল্টাতে চলেছে পশ্চিমবঙ্গের একাধিক রেল স্টেশনের। প্রত্যেকটি রেল স্টেশন ধীরে ধীরে প্রকল্পের অধীনে নয়া রূপ পাবে। রেল স্টেশনের এই রেনোভেশন পিপিপি মডেলের অধীনে করা হবে। পরিকাঠামোগত উন্নতি পাওয়ার তালিকায় আপাতত রয়েছে প্রায় ৫৮০টি রেলস্টেশনের নাম। তবে ভারত সরকার ১৩০৯টি স্টেশনের পরিকাঠামো পরিবর্তন করার লক্ষ্যে এগোচ্ছে।
তালিকাভুক্ত রেল স্টেশনগুলোকে ঢেলে সাজানোর জন্য বরাদ্দ অর্থের পরিমাণ প্রায় ২৪,৪৭০ কোটি টাকা। উক্ত স্টেশনগুলোতে ফুড কোর্ট, রুফ প্লাজা, শিশুদের খেলার জায়গা বানানো হবে। চলুন দেখে নেওয়া যাক রাজ্যের কোনো কোন স্টেশন ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের অন্তর্গত হওয়ার সুযোগ পেয়েছে।
(Amrit Bharat Station) ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের অন্তর্গত পশ্চিমবঙ্গের স্টেশনের নাম:
শিয়ালদহ, ব্যারাকপুর, কাটোয়া জংশন, চাঁদপাড়া, বর্ধমান জংশন, ডালগাঁও, পান্ডবেশ্বর, ফালাকাটা, নিউ আলিপুরদুয়ার, আসানসোল জংশন, অণ্ডাল জংশন, রামপুরহাট জংশন, বোলপুর শান্তিনিকেতন, দিনহাটা, ডালখোলা, আলুয়াবারি রোড, দিনহাটা, কালিয়াগঞ্জ, অম্বিকা কালনা, তারকেশ্বর, শ্যাওড়াফুলি জংশন, ধুপগুড়ি, বিন্নাগুড়ি, হাসিমারা, হলদিবাড়ি, জলপাইগুড়ি রোড, জলপাইগুড়ি, নিউ ম্যাল জংশন, কামাখ্যাগুড়ি, মালদা টাউন, শিয়ালদহ, আজিমগঞ্জ, সামসি, নিউ ফরাক্কা জংশন, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর সিটি জংশন, বেথুয়াবাড়ি, শান্তিপুর, নবদ্বীপ ধাম।
জানা গেছে, বাংলার স্টেশনগুলোর জন্য প্রায় ১১৮৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে আসানসোলের জন্য। বিমানবন্দরে ধাঁচে পরিকল্পিত এই স্টেশনের ক্ষেত্রফল হবে ৩৩ হাজার বর্গফুট। এই স্টেশনে ১৮টি এস্কেলেটর, ২০টি লিফট, ল্যান্ডস্কেপিং ও পার্কিংয়ের সুবিধা থাকবে।
(Amrit Bharat Station) পশ্চিমবঙ্গের কিছু উল্লেখযোগ্য স্টেশনে বরাদ্দ অর্থের পরিমাণ:
● আসানসোল- ৪৩১ কোটি টাকা।
● বর্ধমান- ৬৪.২ কোটি টাকা।
● মালদা- ৪৩ কোটি টাকা।
● রামপুরহাট- ৩৮.৬ কোটি টাকা।
● কাটোয়া- ৩৩.৬ কোটি টাকা।