September Holiday List: ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের খাতা খুলে গেছে। বর্ষাকালের দৌলতে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বৃষ্টিও হচ্ছে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে বহু জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এই কারণে বহু জায়গাতেই স্কুল-কলেজ বন্ধ থাকতে দেখা গিয়েছে। কয়েক মাস আগে গ্রীষ্মের কাঠফাটা গরম থেকে ছাত্রছাত্রীদের বাঁচাতে স্কুল ছুটি দেওয়া হয়েছিল। এরপরে আগস্ট মাসেও বেশ কিছু ছুটি পাওয়া যায়। এইবার সেপ্টেম্বর মাসে কতগুলো ছুটি পাওয়া যাবে, এটা জানেন কি? না জেনে থাকলে এই প্রতিবেদন পড়ে ফেলুন। কারণ, এতে সেপ্টেম্বরের স্কুল ছুটির তালিকা তুলে ধরা হয়েছে।
সেপ্টেম্বরে স্কুল ছুটির তালিকা(September School Holiday List)
● ৩রা সেপ্টেম্বর, ২০২৩ – রবিবার।
● ৫ই সেপ্টেম্বর, ২০২৩ – শিক্ষক দিবস উপলক্ষে এইদিন স্কুল ছুটি থাকবে। মূলত অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরই ছুটি ঘোষণা করা হয়।
● ৮-১০ সেপ্টেম্বর, ২০২৩ – জি টোয়েন্টি সম্মেলন। এটি আয়োজন করা হবে দিল্লিতে। এর কারণে শুধুমাত্র দিল্লিতে উল্লিখিত কিছুদিনগুলোতে স্কুল-কলেজ ও অফিস বন্ধ থাকবে।
● ১০ই সেপ্টেম্বর, ২০২৩ – রবিবার।
● ১৭ই সেপ্টেম্বর, ২০২৩ – রবিবার।
● ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ – গণেশ চতুর্থী উপলক্ষে স্কুল-কলেজ বন্ধ থাকবে। মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ ও গুজরাট সহ ওড়িশায় সাড়ম্বরে ১০ দিন ধরে এই উৎসব পালন করা হয়। ২৮ তারিখে গণপতির বিসর্জন করলে এই উৎসব সমাপ্ত হয়। যদিও স্কুলে মাত্র ১ দিনই ছুটি পাওয়া যায়।
● ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ – রবিবার।
● ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ – মিলাদ-উন-নবী। নবী হজরত মহম্মদের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিন পালন করা হয়। এইদিন স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়।
এছাড়াও বেশ কিছু স্কুলে শনিবারে আধা ছুটি বা পুরো ছুটি পাওয়া যায়। সবমিলিয়ে এই মাসে প্রায় ১৫ দিনের মতো ছুটি পাবে পড়ুয়ারা।