Shahrukh Khan: শাহরুখ খানের (Shahrukh Khan) নাম একডাকে সবাই চেনেন। বলিউডের ‘বাদশা’ আন্তর্জাতিক স্তরেও পরিচিত। কিং খানের জনপ্রিয়তা শুধুমাত্র ভারতের মাটিতেই সীমাবদ্ধ নয় বিদেশের মাটিতেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। খুব শীঘ্রই আসতে চলেছে তাঁর নতুন ছবি জাওয়ান (Jawan)। তবে কিং খান যে একা জনপ্রিয় তা কিন্তু নয় তাঁর বাসস্থান ‘মন্নত’ (Mannat) ও কিন্তু সমান জনপ্রিয়। বলা চলে মুম্বাইয়ের (Mumbai) বুকে তা এক অন্যতম দর্শনীয় স্থান। বহু মানুষ বলিউডের “বাদশাহ”-কে একবার দেখার জন্য ভিড় জমায় “মন্নত”-এর সামনে। এই বাড়ির প্রতিটা কোণা শাহরুখ পত্নী গৌরি খান নিজের হাতে সাজিয়েছেন। তবে শাহরুখের মন্নতে লুকিয়ে আছে অসংখ্য অজানা রহস্য। আজকের প্রতিবেদনে সেই রহস্যেরই কিছু ঝলক।
আমরা প্রত্যেকেই শাহরুখ খানের স্ত্রী ও তিন সন্তানকে লাইম লাইটের সামনে দেখেছি। তবে বাদশাহ-এর বাড়িতে রয়েছেন আরও এক সদস্য তিনি হলেন শাহরুখ খানের দিদি। তিনি এতটাই ক্যামেরার আড়ালে থাকেন যে, শাহরুখের বোনের অস্তিত্ব সম্পর্কেই অনেক ভক্তই অবগত নন। তাঁর নাম শেহনাজ লালারুখ খান (Shesnaz Lalarukh Khan)। শেহনাজের বাস শাহরুখের মন্নতেই। জীবনে একাধিক সংঘর্ষের মুখোমুখি হয়ে আজ একাকীত্বই সঙ্গী হয়ে উঠেছে তাঁর।
শাহরুখের মুখেও শেহনাজের নিয়ে তেমন একটা কিছু শোনা যায় না। ক্যামেরার চাকচিক্যময় জগৎ থেকে দূরত্ব বজায় রাখেন শেহনাজ। এক সাক্ষাৎকারে প্রসঙ্গ উঠলে শাহরুখ জানান, “বাবা মারা যাওয়ার খবরে দিদির চোখে জল আসেনি। মুখে ছিল না একটা কথাও। খবর শুনে অজ্ঞান হয়ে গেছিলেন দিদি”। এর থেকে বুঝতে বাকি নেই যে, তিনি বাবার মৃত্যুর খবর শুনে শোকে পাথর হয়ে গেছিলেন। এরপরে দুই ভাই বোন হারান মাকেও। এই দুই শোক আর সহ্য করতে পারেননি শাহরুখ ভগিনী, কার্যত ভেঙে পড়েন তিনি।
১৯৯৫ সালটা শাহরুখের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বছর। ওই বছর দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (Dilwale Dulhaniya Le Jayenge) সিনেমার দৌলতে চারিদিকে শাহরুখের নাম চর্চায় ছিল। তবে সর্ষে ক্ষেতে ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’ গানের শ্যুটিংয়ের সেই দিনটা শাহরুখের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। শ্যুটিং চলার মাঝেই হঠাৎ এক ফোন কল আসে শেহনাজকে নিয়ে। ফোনে জানা যায়, আশঙ্কাজনক অবস্থায় শেহনাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, খুব কষ্টে বাঁচানো যায় তাঁকে। এই ঘটনার পরে তিনি সেরে উঠলেও সম্পূর্ণ আড়ালে চলে যান তিনি। বর্তমানে শাহরুখের ছেলেমেয়েদেরকে কেন্দ্র করেই শেহনাজের দুনিয়া।