Vastu Tips: বাস্তুশাস্ত্রে বিশ্বাস আছে? উত্তর হ্যাঁ থাকলে এই প্রতিবেদন আপনার জন্যই। বাস্তুশাস্ত্র মেনে চললে বাড়ির সদস্যদের জীবন সুখশান্তিতে ভরে যায়। ব্যবসা হোক বা চাকরি সর্বক্ষেত্রেই উন্নতি দেখা দেয়। আবার বাস্তু না মেনে কোনো কাজ করলে জীবন নেতিবাচক শক্তিতে ভরে যায়। অনেকেই জানেন না যে, বহু মানুষই অনুচিতভাবে বাড়িতে জিনিস রেখে বাড়ির দুঃসময় ডেকে আনেন। এই যেমন অনেকেই জুতো-চপ্পল বাড়ির যেখানে সেখানে রেখে থাকেন। এই কাজ বাড়ির সদস্যদের জীবনের অশান্তি ও দুঃখ টেনে আনতে পারে। বাড়ির কোথায় জুতো রাখা উচিত নয়, সেটাই এই প্রতিবেদনে আলোচনা করা হল (Shoe Vastu Tips)।
(Vastu Tips) Where we shouldn’t put shoes in our home?
১. তুলসী গাছের পাশে রাখা উচিত নয়: চপ্পল-জুতো কখনও বাড়িতে তুলসী গাছের পাশে রাখা উচিত নয়। এমনটা করলে পরিবারের সদস্যদের জীবনে দুঃখ-কষ্ট আসতে পারে। একইসঙ্গে জীবনে দারিদ্রতাও দেখা দিতে পারে। তুলসী গাছের কাছে জুতো রাখলে বাড়িতে নেতিবাচক শক্তি আসে। ফলে বাড়ির সদস্যদের মধ্যে বিবাদ দেখা দিতে পারে।
২. বেডরুমে রাখা যাবে না: চপ্পল বা জুতো বেডরুমে কখনওই রাখতে নেই। এমনটা করলে বৈবাহিক জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে। কলহ বাড়তে পারে, মধুর সম্পর্ক খারাপ হতে পারে। তাই দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে চাইলে শোবার ঘরে কখনওই জুতো-চপ্পল রাখা যাবে না
৩. বাড়ির মূল দরজায় রাখা যাবে না: বাস্তুশাস্ত্রে কঠোরভাবে বাড়ির প্রধান দরজায় জুতো রাখতে মানা করা হয়েছে। বলা হয়েছে, এমনটা করলে বাড়ির পরিবারের সদস্যদের ক্ষতি হতে পারে। মা লক্ষ্মী এই কাজে রেগে যান, যার ফলে বাড়ি থেকে সুখসমৃদ্ধি বিদায় নেবে। ফলস্বরূপ, বাড়িতে আর্থিক অভাব সৃষ্টি হতে পারে।