রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Sim Card New rule: সিম কার্ডে লাগু হল কড়া নিয়ম, না মানলেই 10 লক্ষ টাকা জরিমানা!

Sim Card New rule: সিম কার্ড বিক্রিতে লাগু হল কড়া নিয়ম। বহু আগেই এই নিয়ম অক্টোবরে কার্যকরী হওয়ার ব্যাপারে জানানো হয়েছিল। এইবার এই নিয়ম অবশেষে সমগ্র ভারতে ১লা অক্টোবর থেকে…

Advertisements

Sim Card New rule: সিম কার্ড বিক্রিতে লাগু হল কড়া নিয়ম। বহু আগেই এই নিয়ম অক্টোবরে কার্যকরী হওয়ার ব্যাপারে জানানো হয়েছিল। এইবার এই নিয়ম অবশেষে সমগ্র ভারতে ১লা অক্টোবর থেকে চালু হয়ে গেল। অর্থাৎ অক্টোবর মাসের প্রথম দিন থেকেই সিম কার্ড বিক্রেতাদের ডিওটি (DOT)-এর নতুন নিয়ম মেনে চলতে হবে। না মানলেই বিপদের মুখে পড়তে হবে।

Sim Card New rule

Sim Card New rule (Department of Telecommunication Guidelines)

কিছুদিন আগে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের (Department of Telecommunication) তরফে জানানো হয় যে, জালিয়াতি রুখতে সংশ্লিষ্ট বিভাগের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হতে চলেছে। এই পদক্ষেপের অধীনে হাজির করা হয় একাধিক জটিল নিয়ম। এই নিয়মগুলো সিম কার্ড বিক্রেতাদের বাধ্যতামূলকভাবে পালন করতে বলা হয়েছে। না মানলেই জরিমানা হিসাবে ১০ লক্ষ টাকা ধার্য করা হতে পারে।

Advertisements

১. প্রি-অ্যাক্টিভেটেড সিম কার্ড বিক্রি করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর অর্থ হল, আগে থেকে সক্রিয় থাকা তথা অন্য কোনো ব্যক্তির নামে রেজিস্টার্ড থাকা একটা সিম কার্ড অন্য কাউকে বিক্রি করা যাবে না।
২. সিম কার্ড বিক্রির দোকানের সঙ্গে যুক্ত কর্মচারীদেরকেও পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।
৩. দোকানে কর্মরত সমস্ত কর্মচারীদের নানান রকমের গুরুত্বপূর্ণ তথ্য দোকানের মালিককে নথিবদ্ধ করে রাখতে হবে।

Sim Card New rule

ডিওটি-র নয়া নিয়মের প্রভাব (Effects of DoTs New Rules)

১. ডিওটি-র নয়া নিয়ম ১লা অক্টোবর থেকে লাগু হয়ে গেছে।
২. নতুন নিয়মগুলো সিম কার্ড বিক্রেতারা পালন করতে বাধ্য।
৩. পরোক্ষভাবে এই নয়া নিয়মের প্রভাব পড়বে সিম কার্ড ক্রেতাদের উপরেও।
৪. বিক্রেতারা যেহেতু ভুয়ো সিম কার্ড বিক্রি করতে পারবে না। তাই, জালিয়াতির কাজে জড়িত ক্রেতারাও ভুয়ো সিম কার্ড সহজে কিনতে পারবে না।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements