রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Small Business Idea: মাত্র ৫০০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, মাস গেলে আয় হবে লাখ টাকা

Small Business Idea: কম পুঁজিতে ব্যবসা করার আইডিয়া খুঁজছেন? এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয়ে থাকলে, এসে গেছেন ঠিক জায়গায়। এই প্রতিবেদনে খুবই কম পুঁজিতে ব্যবসা শুরু করার আইডিয়া আনা হয়েছে।…

Advertisements

Small Business Idea: কম পুঁজিতে ব্যবসা করার আইডিয়া খুঁজছেন? এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয়ে থাকলে, এসে গেছেন ঠিক জায়গায়। এই প্রতিবেদনে খুবই কম পুঁজিতে ব্যবসা শুরু করার আইডিয়া আনা হয়েছে। ঠিকভাবে মেনে চলতে পারলে মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করেই আপনি মাসে মোটা টাকা উপার্জন করতে পারেন (Small Business Idea)। এই প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে মোমোর ব্যবসা (Momo Business) নিয়ে। চলুন, বিস্তারে সবটা জেনে নেওয়া যাক।

(Small Business Idea) মোমোর ব্যবসা শুরু করবেন কিভাবে?

Small Business Idea

Advertisements

হাতে মাত্র ৫ হাজার টাকা থাকলেই এই ব্যবসা শুরু করা যায় (Low investment business Idea)। উল্লেখ্য, মোমোর ব্যবসা শুরু করলে ব‍্র‍্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এগোলে মোমোর ব্যবসা দৌড়াবে। প্রথমেই আপনাকে আপনার ব্যবসার জন্য একটি ভালো নাম ঠিক করতে হবে। এই নাম বেশ ইউনিক হতে হবে। একডাকেই মানুষ চিনতে পারবে এমন নাম দিতে হবে।

Small Business Idea

নাম ঠিক করা হয়ে গেলে আকর্ষণীয় লোগো ঠিক করতে হবে। পারলে দোকানের পোস্টারও বানিয়ে নিতে পারেন। মোমো অনেক রকমের হয়। এইবার আপনি কোন ধরণের মোমো বিক্রি করতে চান, সেটা ঠিক করে একটা তালিকা বানাতে হবে। তারপরে আপনাকে সেই মোমোর দাম ঠিক করতে হবে এবং তা তালিকায় যোগ করতে হবে। চাইলে মেনুকার্ডও বানিয়ে রাখতে পারেন। এতে ব্যবসার আরও বাড়বে।

Small Business Idea

কোম্পানির ব‍্র‍্যান্ডিং ঠিকভাবে হয়ে গেলে, এবার আপনাকে খাবারের গুণমানের দিকে তাকাতে হবে। মোমো সুস্বাদু হলে ও প্রেজেন্টেশন ভালো হলে আপনার দোকানের সুনাম তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। এইভাবে গ্রাহকের সংখ্যা হুহু করে বাড়বে। তবে খেয়াল রাখতে হবে, মোমোর দাম যেন বাজার চলতি দামের থেকে বেশি না হয়। এমনটা হলে ধীরে ধীরে গ্রাহক কমে যেতে পারে। আশেপাশের মার্কেট ভালো করে খতিয়ে বুঝে তারপরে মোমোর দাম ঠিক করতে হবে।

Small Business Idea

দোকান ভাড়া নিয়ে ব্যবসা শুরু করলে এবং কর্মচারী রাখলে মোমোর বাজেট বেড়ে যেতে পারে। আবার সরঞ্জাম কিনতে গেলেও বাজেট বাড়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় আপনি প্রথমে নিজে বাড়িতে বানিয়ে সোশ্যাল মিডিয়ার সহায়তায় খুবই কম পুঁজতে মোমোর ব্যবসা শুরু করতে পারেন। পরে ব্যবসায় উন্নতি দেখা দিলে কর্মচারী, সরঞ্জাম বৃদ্ধি করতে পারেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements