Smart Didi Nandini: বন্ধ হতে চলেছে ‘স্মার্ট দিদি’ নন্দিনীর হোটেল! এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে অফিস পাড়ায়! সোশ্যাল মিডিয়া একসময় তাঁর আয় গুনোত্তর প্রগতিতে বাড়তে সাহায্য করেছিল। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই তিনি সবার প্রিয় ‘স্মার্ট দিদি’ (Smart Didi Nandini) হয়ে উঠেছিলেন। ব্যবসা চলেছে বেশ রমরমিয়েই। এইসবের মাঝে হঠাৎই তাঁর মুখে শোনা গেল বিস্ফোরক অভিযোগ।
‘স্মার্ট দিদি’ নন্দিনীর অভিযোগ:
ডালহৌসি মোড়ে অফিস পাড়ায় রয়েছে ভাইরাল নন্দিনী দির হোটেল। নন্দিনী নিজে উপস্থিত থেকে বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে এই হোটেল চালান। রোদ, ঝড়, বৃষ্টির মাঝে হার না মেনে হোটেল ও সংসার চালান নন্দিনী। একডাকে সবাই অফিস পাড়ার ‘স্মার্ট দিদি’কে চেনেন।
এবার ভাইরাল নন্দিনী দির অভিযোগ, তাঁর এই জনপ্রিয়তাই নাকি অনেকের সহ্য হচ্ছে না। এক ইউটিউবারের মুখোমুখি হয়ে তিনি বলেন, এইবার তাঁর এই হোটেল বন্ধ হয়ে যাওয়ার অবস্থায় দাঁড়িয়েছে।
ইউটিউবারের কাছে ভাইরাল নন্দিনী দির বক্তব্য:
ইউটিউবারের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আর কদিন পরে হয়তো তোরা আমাকে এখানে দেখতে পাবি না। সবকিছুই জানাবো তোদেরকে। সমস্ত ইউটিউবারের সঙ্গেই কথা বলবো। তোদের জন্যই আমি আজকে এখানে পৌঁছাতে পেরেছি। সাধারণ নন্দিনী থেকে হয়েছি ‘ভাইরাল নন্দিনী দিদি’। এরপরে তাঁর কথায় শোনা যায় আক্ষেপের সুর। তিনি বলেন, “কেউ উপরে উঠতে চাইলেই, তাঁকে ধরে টেনে নামিয়ে দেওয়া হয়। তবে কথায় আছে না, রাখে হরি, মারে কে! কপালে যা হওয়ার সেটাই হবে”।