রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: ‘কাভালা’ গানে বন্ধ ঘরে উদ্দাম নাচ সোফিয়ার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: সোশ্যাল মিডিয়ায় (Social Media) আবারও ভাইরাল সোফিয়া আনসারির ভিডিও (Sofia Ansari Video)। এই অভিনেত্রী বরাবর সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। নিয়মিত ভিডিও পোস্ট করার মাধ্যমে তিনি ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন।…

Advertisements

Viral Video: সোশ্যাল মিডিয়ায় (Social Media) আবারও ভাইরাল সোফিয়া আনসারির ভিডিও (Sofia Ansari Video)। এই অভিনেত্রী বরাবর সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। নিয়মিত ভিডিও পোস্ট করার মাধ্যমে তিনি ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। সোফিয়ার প্রায় প্রত্যেকটা ভিডিও পরস্পরের থেকে আলাদা। তাঁর ভিডিও দেখে ঘুম উড়ে যাওয়ার অবস্থা তৈরি হয় দর্শকদের। এবার সোফিয়া আনসারিকে জনপ্রিয় ‘কাভালা’ (Kaavaalaa) গানে নাচ করতে দেখে হাঁ হয়ে থেকে গেলেন নেটিজেনরা।

Viral Video

Advertisements

আজকাল ‘কাভালা’ (Kaavaalaa) গান বেশ ট্রেন্ডিংয়ে থাকতে দেখা গিয়েছে। বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই গানে মনের মতো নাচ করে দীর্ঘ ভিডিও ও রিল ভিডিও পোস্ট করছেন। কারোর ভিডিও ভালো নাচের কারণে ভাইরাল হচ্ছে, তো কারোর অদ্ভুত পোশাক পরে ফানি ভিডিও বানানোর কারণে। এইসবের ট্রেন্ডিং ভিডিওর মাঝেই সোফিয়াকে নিজের মতো করে নাচের ভিডিও পোস্ট করতে দেখা গেল। এই ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পরিবেশ সৃষ্টি করলেন অভিনেত্রী।

Viral Video

এটি মূলত একটি ইউটিউব শর্টস (Viral YouTube Shorts)। ভিডিওটি আপলোড করা হয়েছে ‘গ্ল্যাম ওয়ার্ল্ড’ (Glam World) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই ইউটিউব চ্যানেল থেকে পোস্ট হওয়া ভিডিওতে সোফিয়াকে বন্ধ ঘরের মধ্যে অভিনেত্রী তামান্না ভাটিয়ার (Tamanna Bhatia) নাচের স্টাইল নকল করে ডান্স করতে দেখা যায়। মুখমণ্ডলে অসাধারণ এক্সপ্রেশন সহকারে বেশ এনার্জেটিক ডান্স পারফর্ম করতে দেখা যায় সোফিয়াকে (Sofia Ansari Viral Video)।

এই ভিডিওতে সোফিয়া পরণে দেখা যায় কালো ও কমলা রঙের ব্রালেট ব্লাউজ ও কালো রঙের থাই হাই স্লিভ ফুল লেন্থ স্কার্ট। মিড লেন্থের খোলা চুল বাতাসে উড়িয়ে দুর্দান্ত এনার্জি সহকারে ‘কাভালা’ গানে নেচে বর্তমানে খবরের শিরোনামে সোফিয়া। এই ভিডিও বহু দর্শক দেখে ফেলেছেন এবং অনেকেই পছন্দ করেছেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements