রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Sofia Ansari: ক্যামেরার সামনেই পোশাক বদল সোফিয়ার! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Sofia Ansari: আবারও ভাইরাল সোফিয়া আনসারির ভিডিও। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা এই অভিনেত্রী প্রায়শই নিজের নানান রকমের ভিডিও পোস্ট করে থাকেন। তাঁর প্রত্যেকটা ভিডিওই ভক্তদের দৃষ্টি আকর্ষণ করার মতো। প্রায়…

Advertisements

Sofia Ansari: আবারও ভাইরাল সোফিয়া আনসারির ভিডিও। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা এই অভিনেত্রী প্রায়শই নিজের নানান রকমের ভিডিও পোস্ট করে থাকেন। তাঁর প্রত্যেকটা ভিডিওই ভক্তদের দৃষ্টি আকর্ষণ করার মতো। প্রায় প্রত্যেকটা ভিডিওই ঘুম উড়িয়ে রেখে দেয় দর্শকদের। এবারটাও অন্যথা হল না। সোফিয়ার নয়া ভাইরাল ভিডিও (Sofia Ansari Viral Video) বিশেষ কারণে দৃষ্টি আকর্ষণ করল নেটিজেনদের। তাঁকে ক্যামেরার সামনে পোশাক বদল করতে দেখে হাঁ হয়ে থেকে গেলেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Sofia Ansari (@sofia9__official)

Advertisements

সোফিয়া আনসারি (Sofia Ansari) ওয়েব সিরিজ জগতের এক পরিচিত নাম। এই অভিনেত্রী ওয়েব সিরিজ ও মিউজিক অ্যালবামে অভিনয় করার জন্য পরিচিত। তিনি জন্মগ্রহণ করেন গুজরাট রাজ্যে। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি ইনস্টাগ্রাম ও টিকটক ইনফ্লুয়েন্সার। তিনি প্রথমে সোশ্যাল মিডিয়া স্টার হিসাবে পরিচিতি লাভ করলেও, পরে ওয়েব সিরিজের জনপ্রিয় মুখ হিসাবে পরিচিত হয়ে ওঠেন।

 

View this post on Instagram

 

A post shared by Sofia Ansari (@sofia9__official)

সোফিয়াকে একাধিকবার বিনোদন জগতের পর্দায় দেখা গেছে। তাঁর উল্লেখযোগ্য ভিডিওগুলোর নাম হল ‘এমএক্স টাকাটাক ফেম হাউস’ (MX Takatak Fame House), ‘রাভনীত সিং: বিলো’স টাউন’ (Ravneet Singh: Billo’s Town), ‘ভহাল নো দারিও’ (Vahal No Dariyo)। সম্প্রতি সোফিয়া আনসারির এক নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে দেখা গেল। আপনি দেখেছেন কি?

 

View this post on Instagram

 

A post shared by Sofia Ansari (@sofia9__official)

ভাইরাল ভিডিওটিতে সোফিয়াকে একটি বন্ধ কামরার মধ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবার সামনে পোশাক বদল করতে দেখা যায়। ভিডিওর শুরুতে সোফিয়াকে একটি সাদা রঙের টাওয়াল পরিহিত অবস্থায় একটু চুল এলোমেলো করে ক্যামেরার উল্টো দিকে ঘুরে যেতে দেখা যায়। এরপরেই একঝলকে পোশাল পাল্টে ফেলেন অভিনেত্রী। সেকেন্ডের মধ্যে তাঁর পোশাক বদলে যায় এবং তিনি ফ্লোরাল প্রিন্টের হলুদ রঙের ওয়ান পিস পরে ফেলেন। নেক লাইন ডিপ ‘V’ কাটের হওয়ায় তাঁর বক্ষবিভাজিকা স্পষ্টভাবে দৃশ্যমান থাকে। চুল পরিপাটি করে বেঁধে কানের দুল পরে হাতে ব্রেসলেট ও ঘড়ি পরিহিত অবস্থায় এক পাক ঘুরে বডি ফ্লন্ট করেন সোফিয়া। সোফিয়ার ইনস্টাগ্রাম আইডি থেকে পোস্ট হওয়া এই ভিডিওর লাইকের সংখ্যা ২.২ লক্ষ ছাড়িয়ে গেছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements