রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: ‘আমি কলকাতার রসগোল্লা’, দুর্দান্ত সুরে গান গেয়ে মঞ্চ মাতালেন সৌমিতৃষা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: ভাইরাল 'মিঠাই' ওরফে সবার প্রিয় সৌমিতৃষা কুণ্ডুর ভিডিও (Soumitrisha Kundu Viral Video)। ভাইরাল ভিডিওতে তাঁকে 'রসগোল্লা' (Rosogolla) গান গাইতে দেখা যায়। এই ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন…

Advertisements

Viral Video: ভাইরাল ‘মিঠাই’ ওরফে সবার প্রিয় সৌমিতৃষা কুণ্ডুর ভিডিও (Soumitrisha Kundu Viral Video)। ভাইরাল ভিডিওতে তাঁকে ‘রসগোল্লা’ (Rosogolla) গান গাইতে দেখা যায়। এই ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এবং হাজার হাজার মানুষ পছন্দ করেছেন। আপনি দেখেছেন নাকি?

Viral Video

Advertisements

বাংলা অভিনয় জগতের অন্যতম জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। বারাসাত থেকে আসা এই অভিনেত্রী জি বাংলা (Zee Bangla) চ্যানেলের ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে অভিনয় করার মাধ্যমে সারা বাংলায় জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয়ের দৌলতে বাংলা সিরিয়ালপ্রেমীদের অন্যতম প্রিয় অভিনেত্রীতে পরিণত হন তিনি। এবার তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে বড়ো পর্দাতেও।এই জনপ্রিয় অভিনেত্রীর ছোটপর্দা সফর শুরু হয় ‘এ আমার গুরুদক্ষিণা’ (E Amar Gurudakhina) ধারাবাহিকের হাত ধরে। এরপরে তিনি কালার্স বাংলা (Colours Bangla), স্টার জলসা (Star Jalsa) চ্যানেলে একের পর এক ধারাবাহিকে অভিনয় করলেও বাংলা জুড়ে পরিচিতি পান ‘মিঠাই’ ধারাবাহিকের দৌলতেই।

Viral Video

 

ভাইরাল ভিডিওটিতে সৌমিতৃষাকে একটি স্টেজের মধ্যে শাড়ি পরে দাঁড়িয়ে ‘রসগোল্লা’ (Rosogolla) গান গাইতে দেখা যায়। এই ভিডিওতে সৌমিতৃষার পরণে ছিল সোনালি রঙের কারুকার্য করা পাড় বিশিষ্ট উজ্জ্বল গোলাপি রঙের শাড়ি ও চকচকে ম্যাটেরিয়ালের গোলাপি রঙের ব্লাউজ। এই শাড়ির সঙ্গে মানানসই গয়না পরিহিত অবস্থায় চুল পরিপাটি করে বেঁধে স্টেজে দাঁড়াতে দেখা যায় ‘মিঠাই’কে। মানানসই মেকআপ, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক ও মুখে মিষ্টি হাসি নিয়ে তাঁকে খুব সুন্দর লাগছিল দেখতে।

এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘এসএম ভিডিওজ়’ (SM Videos) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিওটি ইতিমধ্যে ২.৬৭ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এবং ৩ হাজারের মতো মানুষ পছন্দ করেছেন। ভিডিওতে সৌমিতৃষাকে গাইতে দেখে কমেন্ট বক্সে মন খুলে প্রশংসা করেন নেটিজেনরা। ভিডিওর কমেন্ট বক্স লাল হার্ট ইমোজিতে ভরে যেতে দেখা গিয়েছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements