রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

বঙ্গোপসাগরে ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত! দুই জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট

South Bengal: আজ রাজ্যে মিশ্র মুড দেখা গেল আবহাওয়ার। কোথাও হালকা বৃষ্টি হল, তো কোথাও শুষ্ক আবহাওয়াই বজায় থাকতে দেখা গেল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষে রাজ্যের তাপমাত্রা ১৫-২০…

Advertisements

South Bengal: আজ রাজ্যে মিশ্র মুড দেখা গেল আবহাওয়ার। কোথাও হালকা বৃষ্টি হল, তো কোথাও শুষ্ক আবহাওয়াই বজায় থাকতে দেখা গেল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষে রাজ্যের তাপমাত্রা ১৫-২০ ডিগ্রি হয়ে যেতে পারে।আপাতত বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একটি রয়েছে কোমোরিন ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। অপরটি রয়েছে দক্ষিণ আন্দামান-সাগর সংলগ্ন এলাকা ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায়। আবার আগামী বৃহস্পতিবারে পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে প্রবেশ করতে পারে।

South Bengal

Advertisements

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া আপডেট: (Today South Bengal Weather Update)

আজ রাজ্যের দক্ষিণ ভাগে শীত ভাব অনুভূত হবে। এর পশ্চিমভাগে শীতের আমেজ অন্যান্য এলাকার তুলনায় অপেক্ষাকৃত বেশিই বোঝা যাবে। বাংলার এই অংশের রাতের তাপমাত্রা আগামী ৫ দিনের মধ্যে ১-২ ডিগ্রি কমতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবারের পরে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া আপডেট: (Today North Bengal Weather Update)

বর্তমানে রাজ্যের উত্তরভাগের আকাশ পরিষ্কার। তবে পার্বত্য এলাকায় জগদ্ধাত্রী পুজোর নবমীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি করা হয় দফতরের তরফে। আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এইসবের মধ্যে কালিম্পং ও দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আজ কলকাতার আবহাওয়া আপডেট: (Today Kolkata Weather Update)

বেলার দিকে কলকাতার আবহাওয়া উষ্ণ থাকলেও সন্ধ্যা গড়াতেই শীতের আমেজ অনুভূত হবে। শুক্রবারের পরে শহরের তাপমাত্রার পারদে আরও পতন দেখা দেবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে শহরের তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামবে।
আজ কলকাতায় সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি ছিল। জলীয় বাষ্প ছিল ৪৯-৯৩%।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements