রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Difference Puzzle: এই ছবিতে রয়েছে ৩টি পার্থক্য, 5 সেকেন্ডে খুঁজে বার করতে পারলে আপনি লেজেন্ড

Spot The Difference Puzzle: অপটিক্যাল ইলিউশন নানান রকমের হয়। নানান বিশেষজ্ঞ নানানভাবে ভাগ করেছেন অপটিক্যাল ইলিউশনকে। কিছুজন এই অপটিক্যাল ইলিউশনকে মোট তিনভাগে ভাগ করা হয়েছে। এগুলি হল জিগ্সো পাজল (Jigsaw…

Advertisements

Spot The Difference Puzzle: অপটিক্যাল ইলিউশন নানান রকমের হয়। নানান বিশেষজ্ঞ নানানভাবে ভাগ করেছেন অপটিক্যাল ইলিউশনকে। কিছুজন এই অপটিক্যাল ইলিউশনকে মোট তিনভাগে ভাগ করা হয়েছে। এগুলি হল জিগ্সো পাজল (Jigsaw Puzzle), হিডেন পাজল (Hidden Puzzle) এবং স্পট দ্য ডিফারেন্স পাজল (Spot The Difference Puzzle)। এই প্রতিবেদনে একটি ‘স্পট দ্য ডিফারেন্স পাজল দেওয়া হয়েছে (Solve Spot the difference puzzle)। দেখুন তো সমাধান করতে পারেন কিনা।

Difference Puzzle

Advertisements

Solve Spot the difference puzzle:

আজকের প্রতিবেদনে দেওয়া পাজলটিতে একটি গরুকে সবুজ ঘাসে ভরা মাঠে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গরুটির পিছনদিকে একটি চিমনিযুক্ত খামার ঘর দেখতে পাওয়া যায় এই খামার ঘরের পাশে সবুজ গাছগাছালি তথা ঝোপঝাড়েরও দেখা মেলে। এই প্রতিবেদনে একটি নয়, দুটি ফটো দেওয়া হয়েছে। এবার আপনার কাজ হবে দুই ফটোর মধ্যে পার্থক্য খুঁজে বের করা। বেশি নয়, তিনটি পার্থক্য খুঁজে বের করতে পারলেই, আপনি এই অপটিক্যাল ইলিউশন সমাধান করে ফেলবেন। এই কাজের জন্য আপনাকে ৫ সেকেন্ড সময় দেওয়া হল।

আপনার সময় শুরু হচ্ছে এখন-

৫…সমাধান করতে পারলেন? না পারলে কোনো ব্যাপার না। সমাধান করার জন্য আপনাকে আরও একটা সুযোগ দেওয়া হল। এইবার চেষ্টা করে দেখুন, দেখবেন ঠিক সমাধান করতে পেরেছেন।

খুঁজে পেলেন? ভালো করে খুঁটিয়ে দেখুন। দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছে আপনাকে। সুযোগটা কাজে লাগান।

৫… ব্যাস! এবার থেমে যান। কারণ, ৫ সেকেন্ড পেরিয়ে গেছে।

How to solve the Spot the difference puzzle?

কি সমাধান করতে পারলেন? না পারলে আসুন আমরা আপনাকে সমাধান করার সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি-

Spot The Difference Puzzle

ভালো করে লক্ষ্য করে দেখুন দুই ফটোর মধ্যে তিনটি পার্থক্য আছে। না পারলে সমাধানটি দেখে নিতে পারেন। রইল সমাধান-
প্রথম, বাঁ দিকের ফটোতে খামারের বাঁ পাশের সবুজ ঝোপটি নেই। যেখানে ডান দিকের ফটোতে খামারের বাঁ পাশে সবুজ ঝোপটি আছে।
দ্বিতীয়, বাঁ দিকের ফটোতে গরুটির ডান দিকের শিংটি নেই। যেখানে ডানদিকের ফটোতে গরুটির ডান দিকের শিংটি আছে।
তৃতীয়, বাঁ দিকের ফটোতে গরুটির গলার ঠিক নিচেই কালো রঙের স্পট নেই। যেখানে ডানদিকের ফটোতে গরুটির গলার ঠিক নিচেই একটি কালো রঙের স্পট দেখতে পাওয়া যায়। সমাধান না করতে পারলে মন খারাপ করবেন না। আমরা আবার আপনাদের জন্য নিয়ে আসব নতুন এক spot the difference puzzle

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements