শ্রাবন্তী মানেই চর্চা, শ্রাবন্তী (Srabanti Chatterjee) মানেই সোশ্যাল মিডিয়ার অন্যতম আকর্ষণ। প্রায়শই তাঁর নাম সোশ্যাল মিডিয়ায় আলোচনার বস্তু হয়ে যেতে দেখা যায়। কখনও প্রশংসার জেরে, আবার কখনও সমালোচনার কারণে এমনটা হয়ে থাকে। বিষয়টা যাই হোক না কেন, দিনরাত তাঁকে নিয়েই মেতে থাকতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার একাংশকে। তাঁর হয়তো এমন কোনো ফটো বা ভিডিও থাকেনি, যা নেটিজেনদের নজর এড়িয়ে ‘শূন্য’ লাইক নিয়ে অস্তিত্ব রেখেছে।
অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee) টলিউড জগতের এক জনপ্রিয় মানুষ। কখনও কর্মজীবন, তো কখনও ব্যক্তিগত জীবনের জেরে তাঁর নাম চর্চার বিষয়বস্তু হয়ে উঠতে দেখা যায়। নিজের সোশ্যাল মিডিয়া আইডি থেকে বরাবর সক্রিয় থেকে জীবনের নানান মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করেন তিনি। কখনও সারমেয়দের সঙ্গে খেলা করার মুহূর্ত, কখনও পিকনিকের দৃশ্য, আবার কখনও এক্সারসাইজ করার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করে থাকেন অভিনেত্রী।
View this post on Instagram
সম্প্রতি শ্রাবন্তীর ফিটনেস কোচ অরিজিৎ ঘোষালের (Arijit Ghoshal) ইনস্টাগ্রাম আইডি থেকে আপলোড হওয়া ভিডিওই বর্তমানে ভাইরাল হয়ে যেতে দেখা গেল। শ্রাবন্তী আজকাল জিমে কসরত করছেন, এই খবর থেকে কেউ অজানা নয়। তিনি মূলত ফিটনেস কোচ অরিজিৎ ঘোষালের অধীনে এক্সারসাইজ করে থাকেন। সেই কোচের তরফেই শ্রাবন্তীর কসরত করার ভিডিও পোস্ট করা হল। এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই শ্রাবন্তীর আর পাঁচটা ভিডিওর মতো এটাও ভাইরাল হয়ে যেতে দেখা গেল।
View this post on Instagram
ভিডিওটিতে শ্রাবন্তীকে কালো রঙের লেগিন্স ও ধূসর বর্ণের টিশার্ট পরে একটি লাঠি নিয়ে কঠোর পরিশ্রম করতে দেখা যায়। শ্রাবন্তীকে দুই হাতে শক্ত করে লাঠি ধরে কখনও সেই লাঠি বনবন করে ঘোরাতে দেখা যায়, আবার কখনও পা ফাঁক করে এক হাত পিছনে করে এক হাত সামনের দিকে রেখে লাঠি ধরে লক্ষ্য স্থির করতে দেখা যায়। পুরো ভিডিওতে তাঁকে গম্ভীর অবতারে দেখা গেলেও, ভিডিও শেষে মিষ্টি হাসি হাসতে দেখা যায়।