Srabanti Chatterjee: আবারও ভাইরাল শ্রাবন্তীর ফটো। হবে নাই বা কেন? শ্রাবন্তী মানেই চর্চা, শ্রাবন্তী (Srabanti Chatterjee) মানেই সোশ্যাল মিডিয়ার অন্যতম আকর্ষণ। প্রায়শই তাঁর নাম সোশ্যাল মিডিয়ায় আলোচনার বস্তু হয়ে যেতে দেখা যায়। কখনও প্রশংসার জেরে, আবার কখনও সমালোচনার কারণে এমনটা হয়ে থাকে। বিষয়টা যাই হোক না কেন, দিনরাত তাঁকে নিয়েই মেতে থাকতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার একাংশকে। তাঁর হয়তো এমন কোনো ফটো বা ভিডিও থাকেনি, যা নেটিজেনদের নজর এড়িয়ে ‘শূন্য’ লাইক নিয়ে অস্তিত্ব রেখেছে। নিজের সোশ্যাল মিডিয়া আইডি থেকে বরাবর সক্রিয় থেকে জীবনের নানান মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করেন তিনি।
সম্প্রতি শ্রাবন্তীর নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে একটি পোস্ট হওয়া ফটোই সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়ে পরিণত হতে দেখা গেল। ফটোর ক্যাপশনে লেখা থাকে, “জীবন সীমিত, উপভোগ করো”। ফটোটিতে অভিনেত্রীকে দুধ সাদা রঙের ক্রচেট গ্র্যানি ক্রপ টপ (Crochet Granny Crop Top) পরে চোখ ধাঁধানো প্রাকৃতিক পরিবেশের সামনে পোজ দিতে দেখা যায়।
View this post on Instagram
ফটোর দিকে তাকালে দেখা যায় পাহাড়গুলো বিচ্ছিন্ন দ্বীপের মতো পরস্পরের থেকে দূরে দাঁড়িয়ে আছে। সবুজ প্রকৃতির উপস্থিতি পাহাড়গুলোতে যেন প্রাণ ফুঁকে দিয়েছে। এই পাহাড় ঘিরে থাকা সাদা পেঁজা তুলোর মতো মেঘ, নীল আকাশ ও সমুদ্রের শান্ত জলের থেকে কিছুটা দূরেই দেখা মেলে শ্রাবন্তীর। ফটোটি প্রকাশ্যে আসার পরেই শ্রাবন্তীর আর পাঁচটা ফটোর মতো এটাও ভাইরাল হয়ে যেতে দেখা গেল। পোস্ট হওয়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ফটোটি ৫০ হাজারের বেশি লাইক পেয়ে গেছে। এই ফটো দেখে প্রশংসা ও ভালোবাসার বন্যা বইয়ে দিয়েছেন ভক্তরা। কেউ লিখেছেন, “জাস্ট অ্যামেজিং মাই ক্রাশ’। তোর আবার কেউ লিখেছেন, “সো গর্জিয়াস, সো প্রিটি”।