Sreelekha Mitra: টাকা পয়সা হারানোর পরে এবারে আরেক দামী জিনিস হারালেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। এই কিছুদিন আগেই সাইবার ক্রাইমের শিকার হয়েছিলেন তিনি। এবার আরও এক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে চিন্তায় মগ্ন অভিনেত্রী। পুরো বিষয়টা তিনি নিজেই প্রকাশ্যে আনলেন সোশ্যাল মিডিয়ায়। এই খবর শুনে কিছু মানুষকে যেখানে দুঃখ প্রকাশ করতে দেখা গেল, সেখানে কিছুজনকে সমস্যার সমাধান নিয়েও মতামত দিতে দেখা গেল।
কী হয়েছে শ্রীলেখা মিত্রের?(What Happened with Sreelekha Mitra?)
সম্প্রতি শ্রীলেখা মিত্র নিজের ফেসবুক আইডি থেকে জানান যে, তার পুরো কন্ট্যাক্ট লিস্ট মুছে গিয়েছে। যার ফলে তাঁর ফোনে কারোর কোনো ফোন নং নেই। এই অবস্থায় তিনি ফেবসুক আইডি থেকে পোস্ট করে পরিচিতদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে বলেন। তিনি পোস্টে লেখেন, “সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আমি হারিয়ে ফেলেছি। যাঁরা আমাকে চেনেন, তাঁরা অনুগ্রহ করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন”।
অভিনেত্রীর ফেসবুক পোস্টের পরেই কমেন্টে ভরে যায় পোস্টের কমেন্ট বক্স। কেউ এই খবর শুনে দুঃখপ্রকাশ করলেন। তো কেউ কন্ট্যাক্ট ডিটেলস উদ্ধার করার উপায় বাতলে দিলেন। কেউ আবার মজার ছলে অভিনেত্রীর হোয়াটসঅ্যাপ নম্বরই চেয়ে বসলেন।
কন্ট্যাক্ট ডিটেল না হারাতে চাইলে কী করা উচিত?(How to save contact details)
অনেকেই ‘কন্ট্যাক্ট ডিটেলস ডিলিট হয়ে গেলে উদ্ধার করার প্রক্রিয়া’ সম্পর্কে অবগত নন। তাই এখানে ‘কন্ট্যাক্ট ডিটেলস না হারাতে চাইলে কী করা উচিত’ সেটা জানানো হল।
১. একটি ইমেল আইডি বানানতে হবে।
২. খেয়াল রাখতে হবে এই ইমেল আইডি যেন আর কোনো কাজেতে ব্যবহৃত না হয়।
৩. নম্বর সেভ করার সময়ে তা সিমে বা ফোনে সেভ করার পাশাপাশি উক্ত ইমেল আইডিতে সেভ করতে হবে।
৪. উপরিলিখিত ধাপ মেনে চললে ভুল করে কখনও ফোন থেকে কন্ট্যাক্ট ডিটেলস ডিলিট হয়ে গেলেও পরে তা উদ্ধার করা সম্ভব হবে।