প্রযুক্তির সঙ্গে সাধারণ মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। দিনের শুরু ও শেষ হয় প্রযুক্তির স্পর্শেই। সাধারণ মানুষের জীবনের অনেকটা অংশ বর্তমানে ডিজিটাল হয়ে গেছে। তবে একইসঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেতে দেখা গেছে জালিয়াতির সংখ্যাও। কখনও ভয় দেখিয়ে, আবার কখনও চাকরির লোভ দিয়ে লক্ষ লক্ষ টাকা লুট নিচ্ছে জালিয়াতিরা। এই প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে পারলেন না অভিনেত্রী শ্রীলেখা মিত্রও (Sreelekha Mitra), লাখ টাকা খোয়ালেন তিনি।
What did happen with Sreelekha Mitra in Cyber Scam Case?
জানা গেছে, ঘটনাটি ঘটেছে শ্রীলেখা মিত্রর জন্মদিনের ঠিক আগের দিনে। ৩০শে আগস্ট তারিখে ছিল শ্রীলেখা মিত্রর জন্মদিন। সূত্রের খবর অনুযায়ী, ঘটনার দিন তাঁর কাছে নাকি একটি ফোন কল আসে। নম্বরটি অচেনা ছিল। সেই অচেনা নম্বরের ফোন এলে তিনি সেই ফোন কল রিসিভ করেন। দাবি করা হয়েছে, ফোন তুললে তাঁকে ফোনের ওপার থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। তিনি সেই অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পরেই কী হয়ে যায়, তা তিনি বুঝতে পারেননি। ফলস্বরূপ, ব্যাঙ্ক থেকে উধাও হয়ে যায় লক্ষ লক্ষ টাকা।
Facebook Post of Sreelekha Mitra on Cyber Crime
এই খবরটি প্রকাশ্যে আনেন স্বয়ং শ্রীলেখাই। তিনি নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন। সেই পোস্টেই তিনি লেখেন, “জন্মদিনের দিনে মনটা খারাপ ছিল। কারণ আগের দিন আমার বোকামির জন্য স্ক্যামের শিকার হয়ে গেছি। প্লিজ কেউ না জেনে কোনো অ্যাপ ডাউনলোড করবেন না বা অজানা লিঙ্কে ক্লিক করবেন না। জালিয়াতির ফাঁদে পা দেওয়া থেকে বিরত থাকুন”।
সংবাদ মাধ্যমের তরফে শ্রীলেখার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টাকার পরিমাণ নিয়ে মুখ না খুললেও জানান যে তিনি সাইবার সেলের সঙ্গে কথা বলেছেন। অভিনেত্রী এও জানান যে, থানায় জানানোর পরেই পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। যদিও এখনও পর্যন্ত সেই টাকা ফেরত পাওয়া যায়নি বলে জানা গেছে।
Ways to Avoid Cyber Robbery
১. হুটহাট অজানা নম্বরের কল রিসিভ করা যাবে না।
২. কল রিসিভ করলেও পরিচিত না অপরিচিত যাচাই করতে হবে এবং ব্যক্তিগত তথ্য বা ব্যাঙ্ক সংক্রান্ত কোনো ডিটেলস শেয়ার করা যাবে না।
৩. কেউ কোনো অ্যাপ ডাউনলোড করতে বললেই তা ডাউনলোড করা যাবে না। ডাউনলোডের আগে সেই বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে, ভালোভাবে জেনে নিতে হবে। ক্ষতিকর মনে হলে সেই অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে।
৪. কোনো অজানা লিঙ্কে ক্লিক করা যাবে না। চাকরির অফারের মোড়কে বা লটারি লেগে যাওয়ার নাম দিয়ে অনেক সময়ে জালিয়াতিরা লিঙ্ক পাঠিয়ে ক্লিক করতে বলে। এগুলোতে ক্লিক করা যাবে না।