Suhana Khan: বলিউডের সিনেমা দেখেন অথচ সুহানার নাম জানেন না, এমন হয়তো খুব কম মানুষই আছেন। না, সুহানা এখনও পর্যন্ত বলিউডে ডেবিউ করেননি। আপাতত শাহরুখ সূত্রেই তাঁর নাম মাঝে মধ্যে খবরের শিরোনামে চলে আসে। বলিউডের ‘বাদশা’ যে তাঁরই বাবা। সুহানা বি-টাউনের অন্যতম জনপ্রিয় স্টারকিড। বলিউডে তিনি পা না দিলেও বিদেশের এক শর্টফিল্মে ইতিমধ্যে অভিনয় করার মাধ্যমে অভিনয় জগতে অভিষেক করে ফেলেছেন।
বলিউডে পা দেওয়ার আগে থেকেই চর্চায় থাকতে দেখা গেছে সুহানা খানকে (Suhana Khan)। তিনি খুব শীঘ্রই জোয়া আখতারের (Zoya Akhter) ‘দ্য আর্চিজ়’ (The Archies) সিনেমার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন। এই সিনেমার দৌলতে আজকাল তাঁকে একটু বেশিই ক্যামেরার সামনে আসতে দেখা যায়। প্রায়শই তাঁকে সেজেগুজে বিভিন্ন বলিউড পার্টিতে হাজির থাকতে দেখা যাচ্ছে। সুহানার এক ঝলক পাওয়া উদ্দেশ্যে আজকাল পাপারাৎজিদেরকেও সুহানার আশেপাশে ঘুরফের করতে দেখা যাচ্ছে। আর পাপারাৎজিদেরদের নজর থেকে পালানো কিন্তু সহজ ব্যাপার মোটেই নয়।
কিছুদিন আগে সুহানাকে তাঁর মা গৌরির সঙ্গে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে গাড়ির অন্দরে বসে থাকতে দেখা গিয়েছিল। তিনি চুপচাপ মায়ের জন্য অপেক্ষা করছিলেন। এই ফাঁকেই সুযোগের সৎব্যবহার করেন পাপারাৎজিরা। সেই ছবি প্রকাশ্যে আসার পরই ইন্টারনেট জগৎকে দুইভাগে বিভক্ত হয়ে যেতে দেখা গেল। একপক্ষকে যেখানে সুহানার মেকআপহীন চেহারা মিষ্টি বলে মনে হল। সেখানে আরেক পক্ষকে সুহানার মেকআপহীন চেহারাকে নিয়ে ‘আসল রূপ’ বলে কটাক্ষ করতে দেখা গেল। অনেকজনকে তো সুহানার নায়িকা হওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গেল।
দাবি করা হয়েছে, সুহানা নাকি একটু ইন্ট্রোভার্ট টাইপের এবং তাঁকে বেশি ন্যাকামিও করতে দেখা যায় না। এদিকে বলিউডে থাকতে হলে হতে হবে একটু মিশুকও। আপাতত সুহানার ‘দ্য আর্চিজ়’কে কেন্দ্র করে অধীর আগ্রহে আছেন দর্শকরা।