রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Sukanya Samriddhi Yojana: কেন্দ্র সরকারের এই প্রকল্পে প্রায় ৬৪ লক্ষ টাকা পাবে মেয়েরা! ক্লিক করে বিস্তারিত জানুন

Sukanya Samriddhi Yojana: কেন্দ্রীয় সরকারের (Central Government) ২০২৩-২৪ সালের স্মল সেভিং স্কিমের ইন্টারেস্ট রেট প্রকাশ্যে। ভারত সরকারের এই ঘোষণাতেই সুকন্যা সমৃদ্ধি যোজনার (Sukanya Samriddhi Yojana) সুদের হার বৃদ্ধি পাওয়ার খবর…

Advertisements

Sukanya Samriddhi Yojana: কেন্দ্রীয় সরকারের (Central Government) ২০২৩-২৪ সালের স্মল সেভিং স্কিমের ইন্টারেস্ট রেট প্রকাশ্যে। ভারত সরকারের এই ঘোষণাতেই সুকন্যা সমৃদ্ধি যোজনার (Sukanya Samriddhi Yojana) সুদের হার বৃদ্ধি পাওয়ার খবর জানতে পারা গেল। এসএসওয়াই (SSY) প্রকল্পের সুদের হার বাড়িয়ে ৭.৬০% থেকে ৮% করে দেওয়া হয়েছে। যদিও সুদের হার ত্রৈমাসিক হারে পরিবর্তিত হয়। তবে কেউ যদি কন্যা জন্মানোর পরেই তার নামে ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ অ্যাকাউন্ট বানায় তাহলে মোটামুটি ৭.৬০-৮% সুদের হারে রিটার্ন পাবেনই।

Sukanya Samriddhi Yojana

Advertisements

কন্যার ১৮ বছর বয়স হয়ে গেলে প্রাপ্য টাকার ৫০% তোলা যাবে। অবশিষ্ট টাকা সেই কন্যা ২১ বছর বয়সী হলে পাবেন। তবে কোনো মেয়ে চাইলে সমস্ত টাকা একবারে ২১ বছর বয়সেও তুলতে পারে।

Sukanya Samriddhi Yojana

(Sukanya Samriddhi Yojana) প্রাপ্ত টাকার হিসাব:

মনে করা যাক, ম্যাচিওরিটির সময়ে ৭.৬% হারে সুদ পাওয়া যাবে। এবার কোনো ব্যক্তি যদি একটানা ১২ মাস ধরে মাসিক ১২,৫০০ টাকা হারে ১৫ বছর পর্যন্ত জমা দেন, তাহলে কন্যার বয়স ২১ বছর হলে সুদে আসলে প্রাপ্য টাকার পরিমাণ হবে ৬৩ লক্ষ ৭৯ হাজার ৬৩৪ টাকা। উল্লেখ্য, বিনিয়োগকারী আয়কর আইন সেকশন ৮০সি-এর অধীনে কর ছাড় পাওয়ার সুযোগ পাবেন। বিনিয়োগকারী ব্যক্তি যদি কন্যার জন্মের পর থেকেই টাকা জমাতে শুরু করেন, তাহলে কন্যার বয়স ২১ বছর হলে সে কোটিপতি হওয়ার সুযোগ পাবে।

Sukanya Samriddhi Yojana

(Sukanya Samriddhi Yojana) মিলবে আয়কর সুবিধা:

আয়কর আইনের সেকশন ৮০সি (Section 80C)-এর অধীনে একক আর্থিক বর্ষে ১.৫ লক্ষ টাকার আয়কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements