রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Swasthya Sathi Card New Update: স্বাস্থ্যসাথী কার্ডে যুক্ত হল নতুন পরিষেবা, কীভাবে এই সুবিধা পাবেন? জেনে নিন

Swasthya Sathi Card New Update: স্বাস্থ্যসাথী কার্ডে যুক্ত হল 'এই' নতুন পরিষেবা, কোন কোন হাসপাতালে পাওয়া যাবে? জেনে নিন: পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) অন্যতম জনপ্রিয় প্রকল্প হল স্বাস্থ্যসাথী কার্ড…

Advertisements

Swasthya Sathi Card New Update: স্বাস্থ্যসাথী কার্ডে যুক্ত হল ‘এই’ নতুন পরিষেবা, কোন কোন হাসপাতালে পাওয়া যাবে? জেনে নিন: পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) অন্যতম জনপ্রিয় প্রকল্প হল স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card)। এই কার্ডের দৌলতে গরীব থেকে মধ্যবিত্ত সবাই উপকৃত হয়েছেন। সম্প্রতি এই প্রকল্পকে কেন্দ্র করেই রাজ্য সরকারের তরফে নয়া ঘোষণা করা হল। এই ঘোষণায় রাজ্যবাসীদের অতিরিক্ত সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে। কী সেই সুবিধা? চলুন, বিস্তারে জেনে নেওয়া যাক।

Swasthya sathi Card New Update

স্বাস্থ্যসাথী কার্ডে নয়া সুবিধা (Swasthya Sathi Card New Update)

স্বাস্থ্যসাথী কার্ডকে কেন্দ্র করে রাজ্য সরকারের তরফে করা হল বড়ো ঘোষণা (Swasthya Sathi Card New Update)। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে যে, এবার এই কার্ডের সাহায্যে কিডনির এক বিশেষ চিকিৎসা করানো সম্ভব হবে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এইবার এই কার্ড ব্যবহার করে ফ্রীতে ডায়ালিসিস করা যাবে। অর্থাৎ এই কার্ডের দৌলতে ডায়ালিসিস করার জন্য আর ১টা টাকাও খরচ করতে হবে না।

Advertisements

কখন ডায়ালিসিস করতে হয়? (When is Dialysis is needed?)

কোনো মানুষের কিডনি খারাপ হলে তখন ঘনঘন ডায়ালিসিস করার দরকার হয়। ডায়ালিসিস প্রক্রিয়ার মাধ্যমে ম্যানুয়ালি শরীরের বিশুদ্ধ রক্ত ও শরীরের দূষিত পদার্থকে আলাদা করা হয়। কিছু কিছু রোগীর শারীরিক অবস্থা এতটাই গুরুতর হয় যে, তাঁদের প্রায় প্রতিদিনই ডায়ালিসিস প্রক্রিয়ায় মধ্যে দিতে যেতে হয়। প্রতি ডায়ালিসিস পিছু বেসরকারি হাসপাতালে খরচ ৫০০০ টাকা থেকে ১৫০০০ টাকা হতে পারে। এই খরচ কোনো দরিদ্র মানুষ বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। এই অবস্থায় বহু রোগীই প্রয়োজন থাকা সত্ত্বেও ডায়ালিসিস করানোর দিকে এগোতে পারেন না। এই ডায়ালিসিস না করানোর ফলে রোগীদের শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে এবং অসুস্থতা আরও বাড়তে থাকে।

Swasthya sathi Card New Update

রাজ্যবাসীদের স্বস্তি দিতে রাজ্য সরকারের বড়ো ঘোষণা9 State Government announcement on free Dialysis with the help of Swasthya Sathi Card)

বাড়তে থাকা চিকিৎসার খরচের মাঝেও রাজ্যবাসীদের স্বস্তি দিল রাজ্য সরকারের নয়া সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের অধীনে এবার রাজ্য বাসীরা পুরো ‘ফ্রীতে অর্থাৎ বিনামূল্যে ডায়ালিসিস করানোর সুযোগ পাবেন।

কোন কোন হাসপাতালে পাওয়া যাবে ফ্রী ডায়ালিসিসের সুযোগ? (Free Dialysis is available in which hospitals?)

মোট ৭টি সরকারি মেডিক্যাল কলেজে ফ্রী ডায়ালিসিস করতে পারা যাবে। এমনিতে পিপিপি মডেলের আওতায় ৪৫টি সরকারে হাসপাতালে খুবই কম টাকায় ডায়ালিসিস করতে পারা যায়। তবে মমতা সরকারের নয়া ঘোষণার পরে বিনামূল্যে ডায়ালিসিস করতে পারা যাবে বহু হাসপাতালে।

Swasthya sathi Card New Update

রাজ্য সরকারের নয়া সিদ্ধান্তের অধীনে ৭৬টি সরকারি হাসপাতালে ফ্রী ডায়ালিসিস প্রক্রিয়া উপলব্ধ হতে চলেছে। এই তালিকায় কলকাতা নিকটবর্তী বিধাননগর স্টেট জেনারেল হাসপাতাল তো রয়েছেই। এছাড়াও, টিএল জয়সওয়াল, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন, ফালাকাটা, কালনা, খড়গপুর, নন্দীগ্রাম, সল্টলেক, ঘাটাল, দিনহাটা, ডোমকল, চাঁচল, জঙ্গিপুর, শ্রীরামপুর, বনগাঁ, কালিম্পং, ইসলামপুর, কান্দি, রঘুনাথপুর, নয়াগ্রাম, তেহট্ট, কাকদ্বীপ, বড়জোড়া হাসপাতালেও মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা অনুযায়ী ফ্রী ডায়ালিসিস পরিষেবা খুব শীঘ্রই চালু হতে চলেছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements