রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Taruner Swopno Scheme: শিক্ষক দিবসে রাজ্যের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে মোবাইল দেওয়ার সিদ্ধান্ত! বড়ো ঘোষণা সরকারের

Taruner Swopno Scheme: শিক্ষক দিবসে ছাত্রছাত্রীরা পাবে মোবাইল! এই মোবাইল দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফে। এক বিশেষ প্রকল্পের মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রীরা বিনামূল্যে মোবাইল পাওয়ার সুযোগ পাবেন। প্রকল্পটির…

Advertisements

Taruner Swopno Scheme: শিক্ষক দিবসে ছাত্রছাত্রীরা পাবে মোবাইল! এই মোবাইল দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফে। এক বিশেষ প্রকল্পের মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রীরা বিনামূল্যে মোবাইল পাওয়ার সুযোগ পাবেন। প্রকল্পটির নাম হল ‘তরুণের স্বপ্ন স্কিম’ (Taruner Swopno Scheme)। ফ্রীতে মোবাইল পেতে চটপট করে দেরি না করে আবেদন করে ফেলতে হবে (Apply for free mobile in west bengal)।

ফ্রী মোবাইলের ঘোষণা রাজ্য সরকারের(State Government announcement on Taruner Swopno Scheme)

Taruner Swopno Scheme

Advertisements

ছাত্রছাত্রীরা আসন্ন শিক্ষক দিবসে (Teacher’s Day) রাজ্য সরকারের (State Government) তরফে এক বিশেষ উপহার পেতে চলেছেন। বিনামূল্যে এই মোবাইল পাবে পুরো রাজ্য জুড়ে থাকা উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা। সম্প্রতি রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয় যে, শিক্ষক দিবসে রাজ্যের পড়ুয়াদেরকে মোবাইল (Mobile), ট্যাব (Tab) বা কম্পিউটার (Computer) কেনার জন্য নগদ টাকা দেওয়া হবে।

(Taruner Swopno Scheme) তরুণের স্বপ্ন স্কীমের অধীনে ফ্রী মোবাইল বিতরণ

Taruner Swopno Scheme

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উপস্থিতিতে ৫ই সেপ্টেম্বর তারিখে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিতি থাকবে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা। এই বিশেষ অনুষ্ঠানেই ছাত্রছাত্রীদের হাতে ফ্রী মোবাইল কেনার টাকা তুলে দেওয়া হবে।

(Taruner Swopno Scheme) ফ্রী মোবাইল দেওয়া স্কিম সম্পর্কে তথ্য

দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে বিনামূল্যে মোবাইল দেওয়ার স্কিম নতুন নয়। এটি শুরু হয়েছিল করোনা অতিমারির আবহে ২০২০ সালে। লকডাউনের কারণে যখন রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ হয়ে গেছিল। তখন, মমতা সরকারের তরফে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মোবাইলের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। ২০২০-২১ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পড়ুয়ারাই প্রথমবার মোবাইল কেনার টাকা পেয়েছিল রাজ্য সরকারের কাছ থেকে। মূলত, তখন যাতে বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে অসুবিধা না হয়, সেইজন্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে।

Taruner Swopno Scheme

করোনা অতিমারি বিদায় নিলেও রাজ্য সরকার এই স্কিমকে বন্ধ করেনি। ২০২৩ সালে এখনও ছাত্রছাত্রীদের জন্য চালু রয়েছে মোবাইলের টাকা দেওয়ার স্কিম (West Bengal Free Mobile Scheme)।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements