রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Termites Repellent Tips: বাড়ি থেকে চিরতরে উইপোকা তাড়ানোর সহজ ও ঘরোয়া টোটকা

Termites Repellent Tips: বাড়িতে উইপোকার উপস্থিতি মাথা ব্যথা ধরিয়ে দেয়। এই প্রাণী বাড়িতে থাকলেই বইখাতা-জামাকাপড় সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। উইপোকার আক্রমণ থেকে কাঠের তৈরি আসবাবপত্রও বাঁচানো যায় না। দুঃখের…

Advertisements

Termites Repellent Tips: বাড়িতে উইপোকার উপস্থিতি মাথা ব্যথা ধরিয়ে দেয়। এই প্রাণী বাড়িতে থাকলেই বইখাতা-জামাকাপড় সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। উইপোকার আক্রমণ থেকে কাঠের তৈরি আসবাবপত্রও বাঁচানো যায় না। দুঃখের ব্যাপার হল বাজারে এমন কোনো কীটনাশক নেই, যা দিয়ে উইপোকা সম্পূর্ণরূপে নির্মূল করা যাবে। এই অবস্থায় উইপোকা তাড়াতে ঘরোয়া টোটকাই ভরসা। আজকের এই প্রতিবেদনে এমন কিছু ঘরোয়া টোটকা হাজির করা হল।

(Termites Repellent Tips) উইপোকা তাড়ানোর সহজ ও ঘরোয়া টোটকা:

Termites Repellent Tips

Advertisements

১. কর্পূর: উইপোকার কাছে কর্পূরের গন্ধ অসহ্যকর। উইপোকা কোনোভাবেই এর গন্ধ সহ্য করতে পারে না। কর্পূর গুঁড়ো করে সঙ্গে প্যারাফিন তেল মিশিয়ে বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও দেওয়ালের বিভিন্ন কোণায় ছড়িয়ে দিতে হবে। সপ্তাহে একদিন করলেই হবে। এমনটা করলে ভালো ফল পাওয়া যাবে।

Termites Repellent Tips

২. জিরে: পোকামাকড় তাড়ানোর কাজে জিরের সুনাম আছে। কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্রে ও বইয়ের তাকে জিরে টুকরো ছড়িয়ে দিতে হবে। এমনটা করলে উইপোকা দূর হয়ে চলে যাবে।

Termites Repellent Tips

৩. নিম পাতা: উইপোকার কাছে নিমপাতা অসহ্যকর। তাই নিমপাতা প্রথমে শুকিয়ে নিতে হবে এবং তারপরে গুঁড়ো করে নিয়ে বিভিন্ন আসবাবপত্র বা বইয়ের-কাপড়ের তাকে ছড়িয়ে দিতে হবে। এই গুঁড়ো প্রত্যেও সপ্তাহে বদলাতে হবে। এমনটা করলে কার্যকরী ফল পাওয়া যাবে।

Termites Repellent Tips

৪. ন্যাপথলিন: ন্যাপথলিন নিয়ে কাপড়ের আলমারি বা বইয়ের তাঁকে রেখে দিতে হবে। খাটের ভেতরেও ন্যাপথলিন রাখা যেতে পারে। ন্যাপথলিনের গন্ধ খুবই কড়া। তাই এর গন্ধ উইপোকা সহ্য করতে পারে না।

উল্লিখিত পদ্ধতিগুলো মেনে চলেও যদি কার্যকরী ফল না পান পেস্ট কন্ট্রোলে খবর দিতে পারেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements