রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: নদীতে তলিয়ে গেল গোটা ২ তলা বাড়ি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি বন্যায় ধসে যাওয়ার ভিডিও হল ভাইরাল (Viral Video)। এই ভিডিওটিতে একটি আস্ত গ্রাম নদীর জলে মিশে যেতে দেখা গিয়েছে। ভিডিওটি দিনের বেলার হলেও চারিদিকে অন্ধকার…

Advertisements

Viral Video: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি বন্যায় ধসে যাওয়ার ভিডিও হল ভাইরাল (Viral Video)। এই ভিডিওটিতে একটি আস্ত গ্রাম নদীর জলে মিশে যেতে দেখা গিয়েছে। ভিডিওটি দিনের বেলার হলেও চারিদিকে অন্ধকার পরিবেশ বজায় থাকতে দেখা যায়। উথালপাথাল হতে থাকা নদীর জলে কখনও ভেসে যেতে দেখা যায় আস্ত নারকেল গাছ, আবার কখনও ভাসতে দেখা যায় বাড়ির অংশ। আপনি কি এই ভিডিও দেখেছেন?

Viral Video

Advertisements

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘টেকটিভি বিডি’ (TechTV BD) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওর ক্যাপশন দেখে বোঝা যায় এটি ঘটেছে শরীয়তপুর জেলায় (Shariyatpur)। ক্যাপশনে দাবি করা হয়েছে যে, ঘটনাটি ঘটেছে পদ্মা নদীর জল জেলায় প্রবেশ করার কারণে। ভিডিওতে দৃশ্যমান আকাশের দিকে তাকালে দেখা যায়, ধূসর বর্ণের আবছা আকাশ। সাদা পেঁজা তুলোযুক্ত নীল আকাশের ছিঁটেফোঁটাও নেই। বুঝতে বাকি থাকে না যে, এটি বৃষ্টিভেজা দিনে বন্যার দৃশ্য প্রদর্শন করছে।

Viral Video

শরীয়তপুরে ওই বৃষ্টিভেজা দিন কোনো রোম্যান্টিকতা আনেনি, বয়ে এনেছে দুর্যোগ ও বন্যা। ভিডিওটিতে প্রথমেই একটি লম্বা নারকেল গাছকে নদীতে মিশে যেতে দেখা যায়। ভিডিও এগোলে দেখতে পাওয়া যায় গ্রামের মধ্যে নদীর জল প্রবেশের দৃশ্য। কোথাও আঙিনা ভেঙে নদীর জলে মিশে যেতে দেখা যায়, আবার কোথাও আস্ত বাড়িই নদীর জলে ভেসে যেতে দেখা যায়। বালির বস্তা ব্যবহার করে নদীর জল আটকানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়ে যেতে দেখা যায়।

এই ভিডিও প্রায় ৭.৬ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং ১৭ হাজারের মতো মানুষ লাইক দিয়েছেন। ভিডিওটি ৫ বছর আগে পোস্ট করা হলেও নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠতে দেখা গেছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements