রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Aadhaar Card: আধার কার্ড থাকলেই 3 লাখ টাকা দেবে সরকার! কীভাবে পাবেন? জানুন আসল তথ্য

সম্প্রতি একটি ম্যাসেজ বেশ ভাইরাল (Viral Message) হয়েছে স্যোশাল মিডিয়া (Social Media) জুড়ে‌। এই ম্যাসেজ থেকে জানা যাচ্ছে যে আঁধার কার্ড (Aadhar Card) থাকলেই তিন লক্ষ টাকা দেবে সরকার। বর্তমানে…

Advertisements

সম্প্রতি একটি ম্যাসেজ বেশ ভাইরাল (Viral Message) হয়েছে স্যোশাল মিডিয়া (Social Media) জুড়ে‌। এই ম্যাসেজ থেকে জানা যাচ্ছে যে আঁধার কার্ড (Aadhar Card) থাকলেই তিন লক্ষ টাকা দেবে সরকার। বর্তমানে রাজ্য ও কেন্দ্রীয় সরকার জনগণের সুবিধার্থে একের পর এক নতুন স্কিম চালু (Government Scheme) করছেন। যার মাধ্যমে বহু সাধারণ মানুষ স্বচ্ছল জীবন যাপন করতে পারছেন। Pradhan Mantri Jan Dhan Yojana, Atal Pension Yojana-এর মত কেন্দ্রীয় সরকারী স্কিমগুলি (Central Government Scheme) এর মধ্যেই সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এই Viral Message এর সত্যতা কতটা তা নিয়ে আলোচনা করা হলো এই প্রতিবেদনে।

Aadhaar Card

Advertisements

 

(Aadhaar Card) কি আছে এই ভাইরাল ম্যাসেজে? (What is the Viral Message?)

সম্প্রতি একটি ম্যাসেজ শোরগোল ফেলে দিল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ম্যাসেজে দাবি করা হয়েছে যে, প্রত্যেক আধার কার্ডে ৩ লক্ষ টাকার ঋণ পাওয়া যাচ্ছে(3,00,00 Loan on Aadhaar Card) । একইসঙ্গে এও বলা হয়েছে যে, এই সুবিধা প্রধানমন্ত্রী লোন স্কীমের (Prandhan Mantri Loan Scheme) অধীনে পাবেন দেশবাসীরা। এই খবর প্রকাশ্যে আসার পরেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়। অবশেষে বিষয়টির সত্যতা যাচাই করতে ময়দানে নামতে হয় প্রেস ইনফরমেশন ব্যুরো (Press Information Bureau) তথা পিআইবি (PIB)-কে।

Aadhaar card

(Aadhaar Card) আধার কার্ডে ঋণ পাওয়ার বিষয়ে পিআইবি-র ফ্যাক্ট চেক- এর বক্তব্য:

(PIB Fact Check Aadhaar Card Loan 3 Lakh)

পিআইবি-র তরফে প্রত্যেক আধার কার্ডে ৩ লক্ষ টাকার ঋণ পাওয়ার খবরটিকে ভুয়ো (Fake News) বলা হয়েছে। পিআইবি এই ইস্যুতে নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করেছে। সেই টুইটে ফটো সহকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দেওয়া হয়।

(Aadhaar Card) দেখে নিন পিআইবি-র টুইট (Tweet of PIB)

পিআইবি-র টুইটের মাধ্যমে জানায়:

১. প্রত্যেক আধার কার্ডে ৩,০০,০০০ টাকা ঋণ পাওয়ার কথা পুরোপুরি ভুয়ো। এর মধ্যে সিকিভাগও সত্যতা নেই।
২. ভারত সরকারের তরফে এই ধরণের কোনো যোজনা ঘোষণা করা হয়নি।
৩. তথ্যের সত্যতা যাচাই না করে, কাউকে নিজের আধার সংক্রান্ত কোনো তথ্য দেবেন না।

Aadhaar card

সতর্কতা:

১. ফোনে আসা যেকোনো ম্যাসেজ যাচাই না করে বিশ্বাস করবেন না।
২. নিজের Aadhaar Card, Pan Card, Bank Details এর মতন গুরুত্বপূর্ণ তথ্যাদি বিশ্বাসযোগ্য সোর্স ছাড়া কোথাও সাবমিট করবেন না।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements