রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Matchstick Puzzle: 4 + 4 = 22, ২টি কাঠি সরিয়েই মিলবে অংক, এই পাজল মেলাতে গিয়ে হিমশিম খেয়েছেন গণিতপ্রেমীরাও

Matchstick Puzzle: আজকের এই ম্যাচস্টিক পাজলটির তাকালে প্রথমেই দেখা যায় একটি কালো রঙের ফটো। এরপরে দেখা যায় কিছু সংখ্যা। এই সংখ্যা ও কিছু চিহ্ন ব্যবহার করে লেখা থাকে একটি গাণিতিক…

Advertisements

Matchstick Puzzle: আজকের এই ম্যাচস্টিক পাজলটির তাকালে প্রথমেই দেখা যায় একটি কালো রঙের ফটো। এরপরে দেখা যায় কিছু সংখ্যা। এই সংখ্যা ও কিছু চিহ্ন ব্যবহার করে লেখা থাকে একটি গাণিতিক সমীকরণ। এই ফটোর উপরে লিখিত পুরো সমীকরণই হলুদ ও লাল রঙের ম্যাচস্টিক ব্যবহার করে লেখা হয়েছে।

Matchstick Puzzle

Advertisements

জানিয়ে রাখি, প্রতিবেদনে প্রথমে পেশ করা গাণিতিক সমীকরণটি কিন্তু গাণিতিকভাবে ঠিক নয়। অর্থাৎ এই সমীকরণ সমাধান করতে গেলে দেখা যাবে যে, উত্তর মিলছে না। এবার এখানেই শুরু হবে আসল চ্যালেঞ্জ।

Matchstick Puzzle

এই ছবিতে গাণিতিক সমীকরণটিকে বুদ্ধি খাটিয়ে ঠিক করতে হয়। এক্ষেত্রে কাজ লাগে ছোটবেলায় শেখা অঙ্ক। না ভয় খাওয়ার কিছু নেই। কারণ এই অঙ্কের নিয়ম কিন্তু একদমই জটিল হয় না। একদমই প্রথম বা দ্বিতীয় শ্রেণীর শিশুদের লেভেলের অঙ্ক থাকে এই ম্যাচস্টিক পাজলগুলোতে। গুণ, যোগ বা বিয়োগের একদম সহজ অঙ্কের সমীকরণ দেওয়া থাকে এই পাজলে। তবে বুদ্ধি করে কোন দেশলাই কাঠি সরাতে হবে বা যোগ করতে হবে, সেটাই হল প্রাপ্তবয়স্কদের কাজ। আর এটাই তাঁদের জন্য চ্যালেঞ্জও।

Matchstick Puzzle

আজকের প্রতিবেদনে দেওয়া পাজলে সমীকরণ হিসাবে ‘4 + 4 = 22’ লেখা থাকতে দেখা যায়। দেখেই বোঝায় যায় যে, এই সমীকরণটি গাণিতিকভাবে ভুল। কারণ, ‘4’ ও ‘4’-এর যোগ ’22’ হতে পারে না। এবার এখানেই আসল খেলা শুরু। উত্তরদাতাকে এই ম্যাচস্টিক পাজলের ২টো দেশলাই কাঠি সরাতে হবে। প্রথমে কঠিন মনে হলেও মস্তিষ্কে একটু চাপ দিলেই এই অঙ্কের সমাধান সম্ভব। আপনি যদি কোনোদিনও এই ধরণের পাজল সমাধান না করে থাকেন, তাহলেও এটি করে দেখতে পারেন। আপনার জন্য প্রতিবেদনের শেষে সমাধানও পেশ করা হয়েছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements