Tollywood Actress: আবার বিয়ে করলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)! তাও আবার চুপিসারে! ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় নেটমহলে। ফটো দেখে অনেকের মনে প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি মধুমিতা অতীতের স্মৃতিময় পাতা জীবন থেকে ছিঁড়ে ফেলে নতুন সফর শুরু করলেন? পাত্রই বা কে? চলুন এই সমস্ত প্রশ্নের উত্তরই চটপট জেনে নেওয়া যাক।
View this post on Instagram
মধুমিতা প্রথমবার বিয়ে করেন ২০১৫ সালে। ওই বছর তিনি অভিনেতা সৌরভ দাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হয়নি। সুখের দাম্পত্য জীবনে ছেদ পড়ে ২০১৯ সালে। বিয়ের মাত্র ৪ বছরের মাথাতেই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটা দেন তাঁরা। এরপরে কেটে গেছে আরও ৪টা বছর। এর মাঝে তাঁকে বিয়ের সম্পর্কে জড়াতে দেখা যায়নি। তবে হঠাৎই ২০২৩ সালের ৩রা এপ্রিল তারিখে ফাটালেন বিয়ের বোমা। নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে সবাইকে চমকে দিলেন মধুমিতা।
View this post on Instagram
উক্ত ফটোগুলোতে তাঁকে কনের বেশে দেখা যায়। ছবিগুলোতে দেখা যায়, জরির কারুকার্য করা লেহেঙ্গা চোলি পরে ছাদনাতলার নীচে বসে আছেন মধুমিতা।চোখের পলক নিচের দিকে, মুখের মধ্যে লাজুক ভাব স্পষ্ট, লজ্জার মধ্যেও চাপা পড়ে যায়নি মধুমিতার মধ্যে লুকিয়ে থাকা খুশি। পাশে বসে রয়েছে পাত্র। নাম জানেন? পাত্রর নাম হল সৌম্য মুখার্জি (Soumya Mukherjee)। সোনালি রঙের শেরওয়ানিতে তাঁকেও দেখতে কিছু কম লাগছিল না। তবে তাঁর সাজসজ্জাকে ছাপিয়ে গিয়েছে মধুমিতার সৌন্দর্য।মধুমিতার বিয়ের ফটো দেখে কিছু নেটিজেন যেখানে খুশি হলেন, সেখানে কিছু অনুরাগীর আবার মন ভেঙে যেতে দেখা গেল। শুভেচ্ছা জানিয়ে এক নেটিজেন লেখেন, “হ্যাপি ম্যারেজ টু ইউ”। সেখানেই আরেকজন ভাঙা মনে প্রশ্ন করেন, “বিয়ে করে ফেললে? আর একটু অপেক্ষা করতে পারলে না!”
View this post on Instagram
তবে মধুমিতার বিয়ের কাহিনী এখানেই শেষ হয়নি। কারণ এখানেই কাহিনী নয়া মোড় নেয়। জানিয়ে রাখি, মধুমিতার অনুরাগীদের আর মনে কষ্ট পেতে হবে না, কারণ তিনি সত্যিই বাস্তবজীবনে বিয়ে করেননি। এটা মধুমিতা ও অপরাজিতা আঢ্য অভিনীত ‘চিনি ২’ (Cheeni 2 2023)-এর সেটের স্টিল ফটো। ফটোগুচ্ছের প্রথমে ‘চিনি’র বিয়ের ছবি পোস্ট করেন মধুমিতা। এর পিছনে সারি দিয়ে থাকে তাঁর নিজস্ব ও অপরাজিতার সঙ্গে কাটানো কিছু মুহূর্তগুলো। ক্যাপশনে লেখা, “আর কত চিনি হলে মিষ্টি হবে?” সঙ্গে কয়েকটা দুষ্টুমিষ্টি ইমোজি।
View this post on Instagram
উল্লেখ্য, প্রথম ‘চিনি’ (Cheeni Movie 2020) সিনেমা মুক্তি পেয়েছিল ২০২০ সালের ২৪শে ডিসেম্বর তারিখে। এই সিনেমারই দ্বিতীয় ভাগ মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, মৈনাক ভৌমিকের ‘চিনি ২’ সিনেমা ২০২৩ সালের ১১ আগস্ট তারিখে মুক্তি পেতে চলেছে। প্রকাশ্যে এসে গেছে টানটান সংলাপ বিশিষ্ট ‘চিনি ২’-এর ট্রেলার। দেখেছেন নাকি? না দেখে থাকলে Youthbengal-এর পাতায় দেখে নিতে পারেন।