রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Toto-Auto Ban: টোটো-অটো চালানোয় জারি নিষেধাজ্ঞা! কোথায় কোথায় চালানো যাবে না? জানালো রাজ্য

Toto-Auto Ban: অবশেষে সত্যি হল জল্পনা! টোটো কেন্দ্রীক নয়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার (State Government)। এই বিজ্ঞপ্তিতে বিশেষ কিছু রাস্তায় সরকারের তরফে টোটো চালানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে…

Advertisements

Toto-Auto Ban: অবশেষে সত্যি হল জল্পনা! টোটো কেন্দ্রীক নয়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার (State Government)। এই বিজ্ঞপ্তিতে বিশেষ কিছু রাস্তায় সরকারের তরফে টোটো চালানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে জারি হওয়া এই নিষেধাজ্ঞা শুধুমাত্র টোটোকে কেন্দ্র করে নয়, অটো ও অন্যান্য তিন চাকার যান চলাচলকে নিয়েও। জারি হওয়া নিষেধাজ্ঞা অনুযায়ী, রাজ্যের হাইওয়ে সহ জাতীয় সড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় বেআইনি অটো বা টোটো চালানো যাবে না।

Toto-Auto Ban

Advertisements

সম্প্রতি রাজ্য সরকারের পরিবহণ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতেই অবৈধ গাড়ি চলাচল ব্যান করে দেওয়া হয়েছে। মূলত অবৈধ গাড়ির কারণে বর্তমানে দুর্ঘটনার সংখ্যা আগের তুলনায় অনেক বাড়তে দেখা গেছে। এই সমস্ত দুর্ঘটনার সংখ্যায় রাশ টানতেই এবার অবৈধ যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা জারি করল রাজ্যের পরিবহণ দফতর।

Toto-Auto Ban

সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের সংশ্লিষ্ট দফতরের এই সিদ্ধান্ত সম্পর্কে রাজ্যের পুলিশ-প্রশাসনকে অবগত করা হয়েছে। রাজ্য সরকারের তরফে নিষেধাজ্ঞা জারি হওয়ার পরেও বিভিন্ন অবৈধ টোটো বা অটোকে চলতে দেখলে সেই যানবাহনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই বিষয়ে ২৮শে আগস্ট তারিখে বিধানসভায় ইঙ্গিত দিয়েছিলেন। সেই ইঙ্গিতে এবার শীলমোহর পড়তে দেখা গেল।

(Toto-Auto Ban) কী বলেছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী?

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছিলেন, “বিগত দশ বছরে ই-রিকশা, টোটোর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বহু বেকার যুবক এগুলো চালিয়ে অর্থ উপার্জন করে। স্থানীয় প্যাসেঞ্জাররা এই জাতীয় গাড়িতে চড়তে বেশি পছন্দ করে। এর ফলে চাপ সৃষ্টি হয় বাসগুলোর উপরে। বর্তমানে বাসে যাত্রী সংখ্যা কমে গেছে। এই ব্যবস্থায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লং রুটের বাসগুলো। বহু বাস তো বন্ধই হয়ে গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পঞ্চায়েত ও পৌরসভায় বিশেষ নির্দেশিকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একটি নির্দিষ্ট এলাকার মধ্যে টোটো-অটো চালানোর ব্যাপারে আলোচনা চলছে”।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements