Vastu Tips: তুলসী বিভিন্নভাবে মানুষের উপকার করতে পারে। ভেষজ গুণের কারণে একাধিক রোগ নিরাময় করতে সক্ষম তুলসী। এদিকে বাস্তুশাস্ত্র অনুযায়ী আবার বাড়ির বাস্তু ঠিক রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উল্লেখ্য, শাস্ত্রে দাবি করা হয়েছে শুধুমাত্র তুলসী নয়, তুলসীর জলও বিভিন্ন সমস্যা দূর করতে পারে। এমনকি এই জল আর্থিক অনটনও দূর করতে সক্ষম নিম্নে এই নিয়েই আলোচনা করা হল (Tusli Vastu Tips)।
বাস্তুমতে সমস্যা মেটাতে তুলসীর জলের ভূমিকা(Tulsi Water Vastu Tips)
বাস্তুশাস্ত্রে বলা হয়েছে তুলসী পাতা জলে ভিজিয়ে রাখলে, সেই জল বাড়ির বিভিন্ন সমস্যা দূর করতে পারে। কীভাবে? চলুন সেটাই জেনে নেওয়া যাক।
১. আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে: তুলসীর জলের ব্যবহারে বাড়ি থেকে আর্থিক সমস্যা দূর করা সম্ভব। এমনকি পারিবারিক বিবাদও তুলসীর জলের ব্যবহারে ঠিক হওয়া হয়ে যেতে পারে। এর জন্য একটি পিতল বা তামার বাটি নিতে হবে। এই বাটিতে জল ভরে তুলসী ভিজিয়ে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে সারা রাত রেখে দিতে হবে। ঘুম থেকে উঠে স্নান করা হয়ে গেলে এই জল বাড়ির প্রত্যেক জায়গায় ছিটিয়ে দিতে হবে। এমনটা করলে বাড়িতে ইতিবাচক শক্তি বজায় থাকবে এবং সংসারের আর্থিক সমস্যা দূর হয়ে যাবে।
২. ভগবান বিষ্ণুর আশীর্বাদ চাইলে: একাদশীর ঠিক আগের দিন তুলসী পাতা তুলে আনতে হবে। তুলসী ভেজা এই জল দিয়ে ভগবান বিষ্ণুকে স্নান করালে তিনি প্রসন্ন হন এবং জীবনে আশীর্বাদে বর্ষিত হয়।
৩. ব্যবসায়িক ক্ষতি থেকে বাঁচতে চাইলে: অনেক সময় পরিশ্রম করেও বা হাজার চেষ্টা করেও আর্থিক ক্ষতির মুখ থেকে বাঁচা সম্ভব হয় না। এই ধরণের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইলে একটি পাত্রে জল নিয়ে তুলসী পাতা ভিজিয়ে ২-৩ রেখে দিতে হবে। ঘুম থেকে উঠে সকাল বেলায় স্নান করে নেওয়ার পরে নিজের গায়ে ছিটিয়ে নিলে ভালো ফল পাওয়া যাবে। এই জল অফিসের ডেস্কে, দোকানে বা কারখানায় ছিটালেও সফল হওয়া সম্ভব।