রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: ‘পুষ্পা’ মুভির গানে জঙ্গলের মাঝে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: সম্প্রতি ডান্সের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উক্ত ভিডিওতে দুই রমণীকে খুবই সুন্দর ভঙ্গিমায় 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise) সিনেমার চর্চিত গানেতে ডান্স করতে দেখা যায়।…

Advertisements

Viral Video: সম্প্রতি ডান্সের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উক্ত ভিডিওতে দুই রমণীকে খুবই সুন্দর ভঙ্গিমায় ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise) সিনেমার চর্চিত গানেতে ডান্স করতে দেখা যায়। দুইজনেরই ম্যাচিং পোশাক ও নিপুণ নৃত্যশৈলী দৃষ্টি আকর্ষণ করে দর্শকদের। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রেকর্ড করা এই ভিডিও ইতিমধ্যে মিলয়ন ভিউ পেয়ে ভাইরাল হয়ে গেছে।

Viral Video

Advertisements

এই ভাইরাল ভিডিওটি আপলোড করা হয়েছে ‘শিখা টেন্ডি’ (Shikha Tendy) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। দাবি করা হয়েছে, উক্ত ভিডিওতে দৃশ্যমান এক রমণী খোদ শিখাই। এই ভিডিওতে দুই সুন্দতী তরুণীকে উজ্জ্বল গোলাপি রঙের শাড়ি লেহেঙ্গা ও থ্রি কোয়ার্টার স্লিভযুক্ত সোনালি রঙের ব্লাউজ পরিহিত অবস্থায় জঙ্গলের মাঝে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। মুখে হালকা মেকআপ দিয়ে, হাতে চুড়ি পরে ও চুল পরিপাটি করে বেঁধে দুইজনকে দক্ষতার সঙ্গে নৃত্য প্রদর্শন করতে দেখা যায়।

Viral Video

এই ভিডিওটির জনপ্রিয়তা ধীরে ধীরে বেড়েই চলেছে। ভিডিওটি এক বছরের পুরনো হলেও সম্প্রতি নতুন করে ভাইরাল হতে দেখা গেছে। ভিডিওটি ইতিমধ্যে ১.৭ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং ১৭ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছেন।

কমেন্ট বক্সে বয়ে যায় প্রশংসায় বন্যা। কেউ উক্ত নৃত্যশিল্পীকে ‘ওয়ান্ডারফুল ডান্সার’ বলেন, তো কেউ তাঁর মুখমণ্ডলের অঙ্গিভঙ্গির প্রশংসা করেন। বেশিরভাগ নেটিজেন আবার উক্ত পোস্টের কমেন্ট বক্স লাল রঙের লাভ ইমোজিতে ভরিয়ে দেন। বেশ কিছু দর্শক আছেন, যাঁরা আবার নাচটির কোরিওগ্রাফিরও প্রশংসা করেন। সবমিলিয়ে এই নাচের ভিডিও যে নেটিজেনদের পছন্দ হয়েছে, তা আর বুঝতে বাকি নেই কারোর।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements