রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: ‘পুষ্পা’ মুভির গানে সবুজ পরিবেশে দুর্দান্ত নাচ দুই সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral VideoViral Video: আবারও 'সামি সামি' (Saami Saami) গানে ভাইরাল দুই যুবতীর ডান্স। এটি আসলে জনপ্রিয় তেলেগু গানে করা ডান্স কভার (Saami Saami Dance Cover)। টুকটুকে লাল শাড়ি পরে রেকর্ড…

Advertisements

Viral VideoViral Video: আবারও ‘সামি সামি’ (Saami Saami) গানে ভাইরাল দুই যুবতীর ডান্স। এটি আসলে জনপ্রিয় তেলেগু গানে করা ডান্স কভার (Saami Saami Dance Cover)। টুকটুকে লাল শাড়ি পরে রেকর্ড করা এই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল ফেলে দিয়েছে নেট মহলে। দুই যুবতীর দুর্দান্ত ডান্স সবার মন জয় করে নিয়েছে। বহু নেটিজেন ইতিমধ্যে এই ভিডিওটি দেখে ফেলেছেন। আপনি দেখেছেন নাকি?

Viral Video

Advertisements

এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে শোনা যায় তেলেগু ভাষার ‘সামি সামি’ (Saami Saami Telegu Song) গান। এটিই আসলে অরিজিনাল গান। এই গান পরবর্তীকালে হিন্দিতে রেকর্ড করা হয়। অরিজিনাল গানটি জনপ্রিয় হয় গায়িকা মৌনিকা যাদবের (Mounika Yadav) কণ্ঠে। হিন্দি ভার্সনের গানটি ভাইরাল হয় গায়িকা সুনিধী চৌহানের (Sunidhi Chauhan) দৌলতে। ভাইরাল ভিডিওটিতে মৌনিকার তেলেগু গানটি শুনতে পাওয়া যায়।

Viral Video

ভিডিওটি দেখলে বোঝা যায়, এটি সম্ভবত একটি পার্কের দৃশ্য। দুইধার ভরা সবুজ গাছের মাঝে থাকা পাকা রাস্তায় দুর্দান্ত এনার্জি সহকারে নাচ করেন দুই যুবতী। দুইজনেরই পরণে দেখা যায় লাল রঙের শাড়ি ও ম্যাচিং ব্লাউজ। গয়না হিসেবে দুইজনের অঙ্গে শুধুমাত্র কানের ঝুমকো ও হাতের বালা ছিল। চুল পরিপাটি করে বিনুনি করে কানের একদিকে সাদা ফুল গুঁজে খুবই সুন্দরভাবে নৃত্য পরিবেশন করেন দুই তরুণী। তাঁদের নৃত্যে নিপুণতা প্রত্যেক নাচের তালে দৃশ্যমান ছিল। মুখমণ্ডলের ভঙ্গিমাও ছিল দৃষ্টি আকর্ষণ করার মতো।

ভিডিওটি আপলোড করা হয়েছে ‘এল-স্টার ডান্স এন্ড কালচারাল ইনস্টিটিউট’ (L-Star Dance & Cultural Institute) নামক এক ইউটিউব চ্যানেলের তরফে। দুই সুন্দরী যুবতীর অসাধারণ নাচ দেখে মুগ্ধ হয়ে গেছেন নেটিজেনরা। বহু নেটিজেন যুবতীদের নাচের প্রশংসা করেছেন। এই ভিডিও হাজার হাজার মানুষ দেখে ফেলেছে এবং অনেকে লাইক করেছেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements