Viral Video: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুই গোসাপের ভিডিও হল ভাইরাল (Newt Viral Video)। এই ভিডিওতে দুই গোসাপকে ‘আলিঙ্গন’ করতে ব্যস্ত থাকতে দেখা যায়। গোসাপের এই ভিডিও প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় (Social Media) শোরগোল ফেলে দেয়। বহু মানুষ তো এই গোসাপকে কুমিরই দাবি করে বসেন সোশ্যাল মিডিয়ায়। যদিও পরে উক্ত দাবি খণ্ডন করা হয় এবং দৃশ্যমান জীব দুটিকে গোসাপ বলে চিহ্নিত করা হয়। এই ভিডিও কি আপনি দেখেছেন?
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘কলকাতা পাচালি’ (Kolkata Pachali) নামক ইনস্টাগ্রাম আইডি থেকে। ভিডিওটির ক্যাপশনে লেখা থাকে, “প্রেম কিংবা যুদ্ধ, যাই হোক না কেন, প্রভাব কিন্তু বৃষ্টির”। ভাইরাল ভিডিওটিতে মূলত দুই গোসাপকে পরস্পরের সঙ্গে কোকাকুলি করতে দেখা যায়। যদিও এই কোলাকুলি ‘প্রেমের’ ছিল না ‘লড়াইয়ের’? তা স্পষ্ট নয়।
ভিডিও দেখলে বোঝা যায়, এই ভিডিও কোনো বৃষ্টিভেজা দিনের। রাস্তার ধারের সবুজ গাছগাছালি থেকে শুরু করে কালো পিচ রাস্তা সবই বৃষ্টির জলে ধুয়ে পরিস্কার থাকতে দেখা যায়। পাশে দিয়ে চলে যেতে দেখা যায় স্থানীয় লোকজনকদের। আর এই পরিবেশের মাঝেই আশেপাশের পরিবেশকে পাত্তা না দিয়ে দুই গোসাপকে কোলাকুলিতে ব্যস্ত থাকতে দেখা যায়। ভিডিও শেষ হওয়ার আগেই যদিও উভয়েই পরস্পরকে ছেড়ে দিয়ে রাস্তার ধারের সবুজ গাছগাছালির মধ্যে চলে যেতে দেখা যায়।
View this post on Instagram
ভিডিওটি প্রায় ১ বছরের পুরনো হলেও নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠতে দেখা গেছে। এই ভিডিও বহু মানুষ দেখে ফেলেছেন এবং প্রায় ১৬ হাজারের বেশি মানুষ পছন্দ করেছেন।