ICC World Cup Trophy: বিশ্বকাপের উত্তেজনা তুঙ্গে। চলতি বছরের ওডিআই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ (ODI World Cup Final Match 2023) আয়োজিত হয়েছে গুজরাটের (Gujarat) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। এই ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া (India Vs Australia)। এই ১৪০ কোটি মানুষের দেশ ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট টিমকে তৃতীয়বার বিশ্বকাপ জয়ী হতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন। পুরো দেশবাসী চায় বিশ্বকাপের সোনালি ট্রফি রোহিতের হাতে আসুক। তবে আপন কি জানেন? এই সোনালি ট্রফির বাজারদর কত? এর ওজন কত? এতে কতটা সোনা বা রূপো রয়েছে? অনেকেই এই তথ্যগুলো জানেন না। চলুন আজকের প্রতিবেদনে এই তথ্যগুলোরই খোলসা করা যাক।
আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপের ট্রফি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:(Important notes on ICC World Cup Trophy)
১. শিল্পী জো ক্লার্ক এই ট্রফি ডিজাইন করেছেন। ১৯৯৯ সালে এই ট্রফি সর্বপ্রথম ব্যবহৃত হয়। এর আগে ভিন্ন বিশ্বকাপে ভিন্ন ডিজাইনের ট্রফি ICC World Cup Trophy দেওয়া হতো।
২. এই ট্রফিতে থাকা গ্লোব পৃথিবীকে ইঙ্গিত করে। বিশ্ব ভাতৃত্ববোধ বোঝাতেই এই স্থায়ী ডিজাইনের ট্রফির সূচনা করা হয়।
৩. সোনা ও রূপোর সমন্বয়ে এই ট্রফি তৈরি হয়েছে।
৪. গোলাকার চাকতির সঙ্গে দেওয়া হয়েছে রূপোর তৈরি তিনটি স্টাম্প ও বেল।
৫. ১১ কেজি ওজন বিশিষ্ট এই ট্রফির উচ্চতা ৬০ সেমির মতো।
৬. শুধুমাত্র গ্লোবটির ওজনই ৪ কেজির মতো। সোনা ও রূপো মিশিয়ে এটা তৈরি করা হয়েছে। এই গ্লোবের চারিদিকে পৃথিবীর মানচিত্র খোদাই করে এঁকেছেন সিনিয়র ডিজাইনার ডেভিড গ্লোব।
৭. এই ট্রফিতে আইসিসির লোগো রয়েছে বেশ নিচের দিকে।
৮. জানিয়ে রাখি, ট্রফিটি কিন্তু পুরোপুরি সোনা না রূপো দিয়ে তৈরি নয়। এটিকে আসলে সোনা ও রূপোর জলে একাধিকবার ডোবানো হয়েছে। এমনটা করা হয়েছে মূলত ট্রফির স্থায়িত্ব ও রং বাড়ানোর জন্য।
৯. আইসিসি ওডিআই ওয়ার্ল্ডকাপ ট্রফির ICC World Cup Trophy দাম হল ৩০ হাজার মার্কিন ডলার। যা ২৫ হাজার ব্রিটিশ পাউন্ডের সমান। এই দাম ভারতীয় মুদ্রা অনুযায়ী ২৫ লক্ষ টাকার সমতুল্য।
১০. এই ট্রফিতে ১৯৯৯ সাল থেকে ফাইনালে বিজেতা দেশের নাম লেখা হয়। এবার মাত্র ১১টি জায়গা ফাঁকা আছে। ওই জায়গাগুলো পূর্ণ হয়ে গেলেই ট্রফি বদল করতে হবে।